Sidharth Malhotra-Kiara Advani

মেয়েই হবে, আগে থেকেই জানতেন সিদ্ধার্থ! নাতনির জন্মের পর কী প্রতিক্রিয়া কিয়ারার শাশুড়ির?

দুই থেকে তিন হলেন সিড-কিয়ারা। কন্যাসন্তানের বাবা মা হলেন তারকা দম্পতি। কিন্তু সিদ্ধার্থ নাকি আগে থেকেই জানতেন মেয়ে হবে তাঁর!

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৬ জুলাই ২০২৫ ১৭:১৭
Sidharth Malhotra\\\\\\\'s Mom Always Wanted Him To Be A Dad To A Baby Girl

(বাঁ দিকে) কিয়ারার সঙ্গে সিদ্ধার্থ (ডান দিকে) মায়ের সঙ্গে সিদ্ধার্থ। ছবি: সংগৃহীত।

মঙ্গলবার সকাল থেকেই হাসপাতালের বাইরে দেখা গিয়েছিল সিদ্ধার্থ মলহোত্রর মা, কিয়ারা আডবাণীর বাবা এবং অন্যদের। এ বার তাঁদের সংসারে এল নতুন অতিথি। দুই থেকে তিন হলেন সিড-কিয়ারা। কন্যাসন্তানের বাবা মা হলেন তারকা দম্পতি। সিদ্ধার্থ নাকি আগে ভাগেই জানতে মেয়ে হবে তাঁর!

Advertisement

গত মার্চ মাসে একটি ছবি ভাগ করে নেন সিদ্ধার্থ ও কিয়ারা। দুই জোড়া হাতের উপর রাখা সাদা রঙের ছোট্ট এক জোড়া মোজা— সন্তান আগমনের ইঙ্গিত। সঙ্গে তাঁরা লিখেছিলেন, “আমাদের জীবনের সেরা উপহার। শীঘ্রই আসছে।’’ অবশেষে অপেক্ষার অবসান। সন্তানের বাবা-মা হলেন তাঁরা। মা ও সন্তান সুস্থ আছে বলেই জানা গিয়েছে। কিয়ারার বরাবর ইচ্ছে ছিল যমজ সন্তানের। অভিনেত্রী সেই আকাঙক্ষার কথা জানিয়েছেন বিভিন্ন সাক্ষাৎকারে। তবে কন্যাসন্তান আগমনে বেজায় খুশি। মা-বাবা হওয়ার পর যৌথ বিবৃতি দিয়ে তারকা দম্পতি লেখেন, ‘‘আমাদের হৃদয় আজ খুশিতে পরিপূর্ণ। আজ থেকে আমাদের জীবন যেন বদলে গেল। আমাদের জীবনে কন্যাসন্তান এসেছে।’’ সিদ্ধার্থ অবশ্য প্রথম থেকেই চেয়েছেন তাঁর মেয়ে হোক। কারণ তাঁর মায়ের ইচ্ছে। এক সাক্ষাৎকারে সিদ্ধার্থ বলেন, “মা আমাদের দুই ভাইকে সব সময় বলতেন তোরা বিয়ে কর, সন্তান হোক। দাদা বিয়ে করল, কিন্তু ছেলে হল। আমি জানতাম মেয়েই হবে।’’

কিয়ারার সঙ্গে তাঁর শাশুড়ি সুসম্পর্কের কথা সকলেই জানেন। বৌমার সাফল্য গর্বিত সিদ্ধার্থের মা। এ বার সিদ্ধার্থের মায়ের পৌত্রীর ইচ্ছাও পূর্ণ হল।

Advertisement
আরও পড়ুন