Udit Narayan kissing controversy

অনুরাগিণীকে গভীর চুম্বন! উদিতকে বাহবা দিয়ে অভিজিৎ বললেন, ‘বন্ধু আমার খেলোয়াড়’

মঞ্চানুষ্ঠানের সময় এক তরুণীর ঠোঁটে গভীর চুম্বন করেন উদিত নারায়ণ। কাণ্ড দেখে তাঁকে ‘খিলাড়ি’ তকমা দিলেন অভিজিৎ।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০২ ফেব্রুয়ারি ২০২৫ ১৫:০৫
Singer Abhijeet Bhattacharya called Udit Narayan Khiladi for kissing a female fan

উদিতের চুম্বন কাণ্ডের প্রশংসায় অভিজিৎ। ছবি: সংগৃহীত।

বিতর্কে উদিত নারায়ণ। মঞ্চানুষ্ঠানের সময় এক তরুণীর ঠোঁটে গভীর চুম্বন করেন গায়ক। সেই দৃশ্যের ঝলক সমাজমাধ্যমে প্রকাশ পেতেই নিন্দার ঝড়। ঘটনা নিয়ে এ বার মুখ খুললেন উদিতের বন্ধু গায়ক অভিজিৎ ভট্টাচার্য। সম্প্রতি তিনি মহাত্মা গান্ধী থেকে শাহরুখ খান, সকলকেই নানা বিষয়ে কটাক্ষ করেছেন। কিন্তু উদিতের কাণ্ড দেখে তাঁকে ‘খিলাড়ি’ তকমা দিলেন অভিজিৎ।

Advertisement

অভিজিৎ সমাজমাধ্যমে একটি ভিডিয়ো ভাগ করে নেন। একাধিক মঞ্চে একসঙ্গে উদিত ও অভিজিৎ গান গেয়েছেন। এই জুটির অন্যতম জনপ্রিয় গান ‘ম্যায় খিলাড়ি, তু আনাড়ি’। গায়কের পোস্ট করা ভিডিয়োয় দেখা যাচ্ছে, বিভিন্ন মঞ্চে একসঙ্গে গান গাইছেন অভিজিৎ ও উদিত। কখনও খুনসুটি করছেন তাঁরা। আবহে বাজছে সেই একই গান। তাই ভিডিয়োর ক্যাপশনেও অভিজিৎ লিখেছেন, ‘ইয়ে খিলাড়ি, ম্যায় আনাড়ি। আমার খেলোয়াড় বন্ধু।’এই পোস্ট দেখামাত্র নিন্দকদের কটাক্ষ ধেয়ে এসেছে অভিজিতের দিকে। তাঁদের দাবি, অনুমতি না পেয়ে এক মহিলার সঙ্গে এমন ব্যবহার সমর্থন করছেন অভিজিৎ। এমন একটি ঘটনা নিয়ে রসিকতা গ্রহণ করতে তাঁরা নারাজ।

চুম্বনের ঘটনা নিয়ে শনিবার উদিত বলেছেন, “এই ঘটনা কিন্তু কয়েক মাস আগের। কেন নতুন করে ভাইরাল করা হল, বুঝতে পারছি না। সম্ভবত কেউ আমাকে কলঙ্কিত করতেই বিষয়টি ঘটিয়েছেন।” একটু থেমে হাসতে হাসতে যোগ করেছেন, “এতে শাপে বর হয়েছে। উল্টে আমার জনপ্রিয়তা আরও বেড়েছে।”

বাইরে সমালোচনার ঝড় বইলেও, কোনও সমস্যা নেই উদিতের সংসারে। নিজেই জানিয়েছেন গায়ক। তাঁর কথায়, “মঞ্চের আশপাশে অনেক সময় আমার স্ত্রী দীপা থাকেন, ছেলে আদিত্য থাকে। সে দিনও আদিত্য মঞ্চে ছিল। ওর সামনেই সব ঘটেছে। কিচ্ছু মনে করে না ওরা। আমার জনপ্রিয়তায় ওরা খুব খুশি।”

Advertisement
আরও পড়ুন