Shah Rukh Khan

‘শাহরুখ একজন নারীবাদী’, কোন ঘটনার জন্য বাদশাহকে এই তকমা দিলেন ‘জওয়ান’-এর গায়িকা?

মহিলা অনুরাগীরা তাঁর আচরণে উদ্বুদ্ধ। শুধু পর্দায় প্রেমের দৃশ্য ফুটিয়ে তোলা নয়। বাস্তবেও মহিলাদের প্রতি শ্রদ্ধাশীল তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১০ মে ২০২৫ ২১:২৫
Singer Raja Kumari believes that Shah Rukh Khan is a feminist

শাহরুখ খান এবং রাজা কুমারি। ছবি: সংগৃহীত।

আবিশ্ব রয়েছেন শাহরুখ খানের অসংখ্য অনুরাগী। শুধু অভিনয় নয়। তাঁর ব্যক্তিত্ব, তাঁর বক্তব্যেরও ভক্ত অনেকেই। বিশেষ করে মহিলা অনুরাগীরা তাঁর আচরণে মুগ্ধ। শুধু পর্দায় প্রেমের দৃশ্য ফুটিয়ে তোলা নয়। বাস্তবেও মহিলাদের প্রতি শ্রদ্ধাশীল তিনি। তাই তাঁকে নারীবাদী তকমা দিলেন ‘জওয়ান’ ছবির গায়িকা রাজা কুমারি। এর নেপথ্যে একটি ঘটনাও ভাগ করে নিয়েছেন রাজা কুমারি।

Advertisement

লস অ্যাঞ্জেলেস থেকে বলিউডে কাজ করার স্বপ্ন দেখছিলেন রাজা কুমারি। ভেবেছিলেন, বলিউডের কোনও ছবিতে প্রধান গান গাইবেন। কিন্তু এক সঙ্গীত পরিচালক তাঁকে সটান না করে দিয়েছিলেন। সেই পরিচালক বলেছিলেন, “প্রধান চরিত্র পুরুষ। সেখানে এক নারী কী ভাবে গান গাইবেন!” কিন্তু ‘জওয়ান’ ছবিতে গান গেয়ে অন্য অভিজ্ঞতা হয় তাঁর। সেই ছবির মূল গান গাওয়ার জন্য তাঁকেই বেছে নিয়েছিলেন শাহরুখ।

রাজা কুমারি বলেছেন, “শাহরুখ খানই একমাত্র এই ধরনের ছবিতে কাজ করতে পারেন। এই ছবি নারীদের অগ্রগতির কথা তুলে ধরে। ছবির মূল গানেও নারীর কণ্ঠ ব্যবহার করা হয়েছে।” তা হলে কি শাহরুখ একজন পুরুষ নারীবাদী? এই প্রশ্নের উত্তরে রাজা কুমারী বলেন, “অবশ্যই শাহরুখ একজন নারীবাদী। ”

২০২৩ সালে পর পর মুক্তি পেয়েছিল শাহরুখের তিনটি ছবি। তার মধ্যে অন্যতম হল ‘জওয়ান’। অ্যাটলি পরিচালিত এই ছবি বক্স অফিসে বিপুল সাড়া ফেলেছিল। ছবিতে নয়নতারা, দীপিকা পাড়ুকোন, সান্য মলহোত্র, বিজয় সেতুপতিও অভিনয় করেছিলেন।

Advertisement
আরও পড়ুন