Shilpa Rao's Debut Bengali Song

‘অনেকের প্রথম কিছুর সঙ্গে আমি জড়িয়ে’, বাংলা গানে শিল্পা রাওয়ের অভিষেক, উত্তেজিত ঋতুপর্ণা কী বললেন?

অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্তকে এত বছরে নানা ধরনের চরিত্রে দেখেছেন দর্শক। বহু শিল্পী প্রথম কিছুর সঙ্গে জড়িয়ে রয়েছে নায়িকার নাম।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২০ জুন ২০২৫ ১৮:০৩
singer Shailpa Rao sung a Bengali song for Rituparna Sengupta’s upcoming movie Madam Sengupta for the first time

নতুন ছবি ‘ম্যাডাম সেনগুপ্ত’-র পোস্টারে ঋতুপর্ণা সেনগুপ্ত। ছবি: সংগৃহীত।

নতুন পরিচালক, নতুন প্রযোজক থেকে সঙ্গীতশিল্পী— ইন্ডাস্ট্রিতে কাজ শুরু করার জন্য প্রথমেই তাঁর কথা মনে আসে সবার। কারণ, তিনি বরাবর বলে এসেছেন, নতুনদের সঙ্গে কাজ করতে তিনি আগ্রহী। মুখে যেমন বলেন কাজেও ঠিক সেটাই করেন অভিনেত্রী ঋতুপর্ণা সেনগুপ্ত। শীঘ্রই আসবে তাঁর নতুন ছবি ‘ম্যাডাম সেনগুপ্ত’। প্রকাশ্যে এসেছে ছবির গানের কয়েক সেকেন্ডের ঝলক। এই প্রথম সঙ্গীতশিল্পী শিল্পা রাওয়ের কণ্ঠে বাংলা গান শুনবেন দর্শক। শুধু শিল্পা নন, ইন্ডাস্ট্রির এমন অনেক প্রথমের সঙ্গেই জড়িয়ে রয়েছেন অভিনেত্রী। ঋতুপর্ণার লিপে গান গেয়ে বিপুল প্রশংসা পেয়েছিলেন গায়িকা ইমন চক্রবর্তী। তেমনই শিল্পার কণ্ঠে বহু হিন্দি গান শুনেছেন শ্রোতারা। কিন্তু বাংলা গান এই প্রথম। এক দিকে গায়িকা যেমন উত্তেজিত, তেমনই আশাবাদী ঋতুপর্ণাও।

Advertisement

আনন্দবাজার ডট কমকে অভিনেত্রী বললেন, “আমার ছবির মাধ্যমে অনেকেই ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেছেন। তেমনই শিল্পাও বাংলায় প্রথম গান গাইলেন। আমার ছবির মাধ্যমে কেউ যদি এই ইন্ডাস্ট্রিতে যাত্রা শুরু করেন তা ভেবে আমার খুব ভাল লাগে।” সমাজমাধ্যমের পাতায় ঋতুপর্ণার প্রতি নিজের ভালবাসা উজাড় করে দিয়েছেন গায়িকা শিল্পা। তিনি লিখেছেন, “ধন্যবাদ। আপানার ছবির জন্য গান গেয়ে আমার খুব ভাল লেগেছে।” এ প্রসঙ্গে ঋতুপর্ণা বললেন, “শিল্পার বাংলা খুব স্পষ্ট। আমি ওকে এটাই বলছিলাম।”

এই ছবির মাধ্যমে দর্শক বহু বছর পর আবার দেখতে পাবেন রাহুল বসু এবং ঋতুপর্ণার জুটি। ছবির প্রথম ঝলক ইতিমধ্যেই দেখেছেন দর্শক। আদ্যোপান্ত রহস্য, রোমাঞ্চে মোড়া এই ছবি। অভিনেত্রী বললেন, “একজন কার্টুনিস্টের চরিত্রে আমি। যে ভাবে আমি নিজেকে কখনও দেখিনি। সেই সঙ্গে রাহুলের সঙ্গে জুটিও দর্শকের প্রিয়। অনুরণন-এর পর আবারও আমাদের ভাল লাগবে দর্শকের, এটা আমার বিশ্বাস।” ৪ জুলাই মুক্তি পাবে এই ছবি।

Advertisement
আরও পড়ুন