Zubeen Garg demise

জ়ুবিনের নিরাপত্তা আধিকারিকদের অ্যাকাউন্টে এক কোটি টাকার লেনদেন! বিস্ফোরক তথ্য এসআইটি-র হাতে

প্রকাশ্যে আর এক বিস্ফোরক তথ্য। জ়ুবিনের মৃত্যুর আগে তাঁর দুই ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি টাকার লেনদেন হয়েছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১৪:৪৬
জ়ুবিনের মৃত্যুতদন্তে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে।

জ়ুবিনের মৃত্যুতদন্তে বিস্ফোরক তথ্য প্রকাশ্যে। ছবি: সংগৃহীত।

জ়ুবিন গার্গের মৃত্যু নিয়ে ক্রমশ তৈরি হচ্ছে ধোঁয়াশা। এই মুহূর্তে ঘটনার তদন্তভার বিশেষ তদন্তকারী দলের (এসআইটি) হাতে। ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন চারজন। এর মধ্যেই প্রকাশ্যে আর এক বিস্ফোরক তথ্য। জ়ুবিনের মৃত্যুর আগে তাঁর দুই ব্যক্তিগত নিরাপত্তা আধিকারিকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক কোটি টাকার লেনদেন হয়েছিল।

Advertisement

এই তথ্য সামনে আসার পরে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ইডি-র (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) কাছে বিষয়টি খতিয়ে দেখার অনুরোধ জানিয়েছেন। জ়ুবিনের মৃত্যুর ঘটনায় কোনও আর্থিক বিষয় জড়িত কি না, সেই বিষয়টিও খতিয়ে দেখতে বলা হয়েছে। হিমন্ত এক সাক্ষাৎকারে বলেছেন, “আশা করি কেন্দ্রীয় সংস্থা এই বিষয়টি খতিয়ে দেখবে।”

জ়ুবিনের ঘটনায় এসআইটি গ্রেফতার করেছে প্রয়াত গায়কের আপ্তসহায়ক সিদ্ধার্থ শর্মাকে। সিদ্ধার্থ ছাড়া জ়ুবিনের ব্যান্ডের সদস্য শেখরজ্যোতি গোস্বামীকেও গ্রেফতার করেছে এসআইটি। ‘নর্থ-ইস্ট ইন্ডিয়া ফেস্টিভ্যাল’-এর আয়োজক শ্যামকানু মহান্ত ও আর এক সঙ্গীতশিল্পী অমৃতপ্রভ মহান্তকেও গ্রেফতার করা হয়েছে।

কী ভাবে মৃগীরোগী জ়ুবিনকে লাইফ জ্যাকেট ছাড়া জলে নামতে দেওয়া হল, সেই প্রশ্ন বার বার তুলছেন অনুরাগীরা। জ়ুবিনের ব্যান্ডের আর এক সদস্য পার্থপ্রতিম গোস্বামীর দাবি, সিদ্ধার্থ ও শেখরজ্যোতি মৃত্যুর আগের রাতে জ়ুবিনকে ঘুমোতে দেননি। পরের দিন সকালে নিজেদের আমোদের জন্য সমুদ্রে নিয়ে গিয়েছিলেন জ়ুবিনকে। এই কারণে সিদ্ধার্থ ও শেখরজ্যোতিকে তিনি কোনও দিন ক্ষমা করবেন না বলেও জানিয়ে দেন।

উল্লেখ্য, গত ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে মৃত্যু হয়েছে জ়ুবিনের। অসমের মুখ্যমন্ত্রী গায়কের অনুরাগীদের সঠিক তদন্তের আশ্বাস দিয়েছেন। যদি তদন্তে অনুরাগীরা সন্তুষ্ট না হন, তা হলে সিবিআই তদন্তের কথাও বলেছেন তিনি।

Advertisement
আরও পড়ুন