পলাশ ও স্মৃতি শেষ চিহ্নটুকু মুছে দিলেন। ছবি: সংগৃহীত।
বহু জল্পনার পরে স্মৃতি মন্ধানা ঘোষণা করেছেন, বিয়েটা হচ্ছে না। তার ঠিক পরেই পলাশ মুচ্ছলও সমাজমাধ্যমে জানান, তিনিও সম্পর্ক থেকে বেরিয়ে এসেছেন। সমাজমাধ্যমে বিচ্ছেদের গুঞ্জনে সিলমোহর দেওয়ার পরে পরস্পরকে ‘আনফলো’ করেছিলেন তাঁরা। কিন্তু ছিল তাঁদের সুসময়ের কিছু ছবি ও ভিডিয়ো। সেগুলিও ধীরে ধীরে সরে যাচ্ছে তাঁদের সমাজমাধ্যম থেকে।
স্মৃতিকে নাটকীয় কায়দায় বিয়ের প্রস্তাব দিয়েছিলেন পলাশ। হাঁটু মুড়ে বসে প্রেমিকার অনামিকায় পরিয়েছিলেন হিরের আংটি। সেই ভিডিয়ো দু’জনেই ভাগ করে নিয়েছিলেন সমাজমাধ্যমে। স্মৃতি সেই ভিডিয়ো ও বিয়ে সংক্রান্ত সমস্ত ছবি ও ভিডিয়ো আগেই মুছে দিয়েছিলেন। কিন্তু সেই বিশেষ মুহূর্তের ভিডিয়ো রবিবার পর্যন্ত ছিল। এ বার, সেই ভিডিয়োও মুছে দিলেন পলাশ। তবে স্মৃতির সঙ্গে পুরনো কিছু নিজস্বী এখনও রেখে দিয়েছেন সুরকার।
স্মৃতির সমাজমাধ্যম ঘাঁটলে দেখা যায়, সেখানে পলাশের চিহ্নমাত্র নেই। রবিবার পর্যন্ত তাঁর ইনস্টাগ্রামেও ছিল পলাশের সঙ্গে বেশ কিছু ছবি-ভিডিয়ো। সেগুলি আর নেই। শেষ যোগাযোগটুকুও শেষ হয়ে গিয়েছে তাঁদের মধ্যে, সমাজমাধ্যমেই তা স্পষ্ট।
রবিবার স্মৃতি সমাজমাধ্যমের বিবৃতিতে লেখেন, “গত কয়েক সপ্তাহ ধরে আমার জীবন নিয়ে অনেক জল্পনা-কল্পনা চলেছে। আমি মনে করি এই মুহূর্তে আমার কথা বলা গুরুত্বপূর্ণ। আমি খুবই ব্যক্তিগত স্বভাবের। আমি সে ভাবেই থাকতে চাই। কিন্তু আমার স্পষ্ট করে বলা দরকার যে, বিয়ে বাতিল করা হয়েছে। আমি এই বিষয়টি এখানেই শেষ করতে চাই এবং আপনাদের সকলকে একই অনুরোধ জানাচ্ছি।” অন্য দিকে পলাশও লেখেন, “আমি জীবনে এগিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি। মানুষ ভিত্তিহীন গুজবে যে ভাবে দ্রুত প্রতিক্রিয়া দিয়েছে, তা আমার কাছে কঠিন হয়ে উঠেছিল। খুব ভয় লেগেছে এই ঘটনায়। এটা আমার জীবনের সবচেয়ে কঠিন অধ্যায়। কিন্তু আমি আমার বিশ্বাসের সঙ্গে ভদ্র ভাবে পরিস্থিতি সামাল দেব।”