Smriti Mandhana

পলক মুচ্ছলের বৌদি হতে চলেছেন স্মৃতি মন্ধানা, কোথায় হবে পলাশের সঙ্গে ক্রিকেটতারকার বিয়ে?

গত সপ্তাহেই স্মৃতি মন্ধানার সঙ্গে সম্পর্কের খবরে সিলমোহর দিয়েছেন সুরকার পলাশ মুচ্ছল। এ বার প্রকাশ্যে এল বিয়ের তারিখ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ৩০ অক্টোবর ২০২৫ ১৫:১৫
(বাঁ দিকে) স্মৃতির সঙ্গে পলাশ, (ডান দিকে) পলক মুচ্ছল।

(বাঁ দিকে) স্মৃতির সঙ্গে পলাশ, (ডান দিকে) পলক মুচ্ছল। ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে মহিলাদের বিশ্বকাপ খেলছেন স্মৃতি মন্ধানা। এর মাঝেই ক্রিকেটতারকার সঙ্গে বিয়ের খবরে সিলমোহর দেন সুরকার পলাশ মুচ্ছল। গত সপ্তাহে এক অনুষ্ঠানে স্মৃতি সম্পর্কে পলাশ বলেন, “খুব শীঘ্রই ও ইনদওরের পুত্রবধূ হতে চলেছে। এটুকুই আমার বলার।” এ বার প্রকাশ্যে এল বিয়ের দিনক্ষণ। আগামী ২০ নভেম্বর চার হাত এক হতে চলেছে স্মৃতি ও পলাশের।

Advertisement

ইনদওরের পুত্রবধূ হতে চললেও তাঁদের বিয়েটা হবে মহারাষ্ট্রের সাঙ্গলীতে। ওখানে স্মৃতির বাবার বাড়ি। একটু বড় হতেই স্মৃতি চলে যান মাধবনগরে। এটি সাঙ্গলীর শহরতলি এলাকা। সেখানেই স্মৃতি তাঁর পড়াশোনা শেষ করেন। সমস্ত আচার-অনুষ্ঠান মেনেই বিয়ে হবে পলাশ ও স্মৃতির। ২০১৯ সাল থেকে পলাশ এবং স্মৃতির সম্পর্ক নিয়ে চর্চা চলছে। দু’জনের কেউই আগে সে কথা স্বীকার করেননি। তবে সমাজমাধ্যমে মাঝেমাঝেই দু’জনকে একসঙ্গে ছবি দিতে দেখা গিয়েছে। অবশেষে বিয়ের এক মাস আগে সম্পর্কের কথা স্বীকার করেন পলাশ। যদিও সম্প্রতি গায়িকা পলক মুচ্ছলকে তাঁর হবু বৌদির কথা জিজ্ঞাসা করা হলে, তিনি সেই প্রশ্নের উত্তর এড়িয়ে যান।

পলাশের বোন পলক বলিউডের নামকরা গায়িকা। পলাশ নিজে একাধিক সিনেমার জন্য গান তৈরি করেছেন। গত বছর ‘মানি কালেকটর’ নামের একটি সিনেমা তৈরি করেছেন। এই মুহূর্তে ‘রাজু বাজেওয়ালা’ নামে একটি সিনেমা তৈরির কাজে ব্যস্ত। সেই ছবিতে ‘বালিকা বধূ’ খ্যাত অবিকা গোর এবং ‘পঞ্চায়েত’ খ্যাত চন্দন রায় রয়েছেন।

Advertisement
আরও পড়ুন