Soha Ali Khan

‘কুণাল বিয়ে করবে না’! দু’বছর একত্রবাসের পরে মেয়েকে কেন এ কথা বলেন শর্মিলা?

প্রেমপর্বের পরে একত্রবাস। বয়সে ছোট কুণাল আদৌ কি মেয়ে সোহাকে বিয়ে করবেন? সেই নিয়ে আশঙ্কা প্রকাশ করেন শর্মিলা ঠাকুর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৫:০৫
(বাঁ দিকে) সোহা আলি খান ও কুনাল খেমু, (ডান দিকে) শর্মিলা ঠাকুর।

(বাঁ দিকে) সোহা আলি খান ও কুনাল খেমু, (ডান দিকে) শর্মিলা ঠাকুর। ছবি: সংগৃহীত।

২০১৫ সালের ২৫ জানুয়ারি বিয়ে করেছিলেন সোহা আলি খান ও কুণাল খেমু। ঘনিষ্ঠ বন্ধু ও পরিজনকে সাক্ষী রেখে বিয়ে সেরেছিলেন তারকাজুটি। একেবারে ঘরোয়া পরিবেশে আড়ম্বরহীন ভাবে মিটেছিল অনুষ্ঠান। কিন্তু, একসময়ে বয়সে ছোট কুণালের সঙ্গে মেয়ের বিয়ে নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন শর্মিলা ঠাকুর।

Advertisement

সম্প্রতি নিজের পডকাস্টে সোহা জানান, বিয়ের আগে প্রায় সাত বছর ধরে সম্পর্ক ছিল কুণালের সঙ্গে তাঁর। তার পরে দু’বছর ছিলেন একত্রবাসে। বিয়ে নিয়ে কখনও তেমন চিন্তাভাবনা করেননি। সোহার কথায়, ‘‘কুণাল প্রথম থেকে জানিয়েছিল, বিয়ের তেমন প্রয়োজন নেই। সেই কারণে আমিও ভেবেছিলাম, সত্যিই হয়তো বিয়ে দরকারি নয়। তখনই আমার মা বলেন, ‘ওর তোমার উপর থেকে সব আগ্রহ চলে গিয়েছে। তাই বিয়ে করবে না।’’’ যদিও সোহা ও কুণালের প্রায় ১০ বছরের দাম্পত্যজীবন। একটি কন্যাসন্তানও রয়েছে তাঁদের।

সোহা জানান, তিনি বিয়েটা করেছিলেন বাবা-মায়ের মনকে শান্ত করতেই। সোহার কথায়, ‘‘মা বলেছিলেন, বিয়ের জন্য মেয়েদেরকেই একটু জোর দিতে হয়। তা হলেই পুরুষেরা এগিয়ে আসেন।’’

বিয়ের আগে মেয়েকে বেশ কিছু পরামর্শ দেন শর্মিলা। সোহা জানান, বিয়ের আগে শর্মিলা তাঁকে পুরুষের মন বুঝে চলার উপদেশ দিয়েছিলেন। সম্পর্ক সুন্দর ও দীর্ঘায়িত করতে এই পরামর্শ দিয়েছিলেন তিনি। শর্মিলা নাকি মেয়েকে বিয়ের আগে বলেন, “পুরুষের অহং বোধ থাকে, তাঁর স্ত্রীকে সেটা বুঝে চলতে হয়। এবং নারীর আবেগের গুরুত্ব দিতে হয় পুরুষকে।’’ সোহা জানান, তাঁর মা সৎ উদ্দেশ্য নিয়েই এই উপদেশ দেন। মায়ের দেওয়া সেই পরামর্শ মেনে চলেন সোহা।

Advertisement
আরও পড়ুন