Sonakshi Sinha-Zaheer Iqbal

বিয়ের ১০ দিন আগে সোনাক্ষী-জ়াহির করেছিলেন বিশেষ পুজো! কেন আগেই বাড়ি কিনে রেখেছিলেন তাঁরা?

মুম্বইয়ের বুকে তারকাদম্পতির এই বাড়ি। গত ন’মাস ধরে চলছে বা়ড়ির অন্দরসজ্জার কাজ। সেই নতুন বাড়ির রান্নাঘর, বসার ঘর এবং আয়নাগুলি ঘুরে দেখেন তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ অক্টোবর ২০২৫ ১৯:৪৩
বিয়ের আগে কোন বিশেষ পুজো করেছিলেন সোনাক্ষী ও জ়াহির!

বিয়ের আগে কোন বিশেষ পুজো করেছিলেন সোনাক্ষী ও জ়াহির! ছবি: সংগৃহীত।

সাত বছর সম্পর্কে থেকে বিয়ে করেছেন সোনাক্ষী সিন্‌হা ও জ়াহির ইকবাল। কিন্তু ভিন্‌ধর্মী বিয়ে বলে নাকি প্রথমে মত ছিল না সোনাক্ষীর পরিবারের। পরিবার মেনে না নিলেও আগে থেকেই নিজেদের বাসস্থানের কথা ভেবে রেখেছিলেন তারকাদম্পতি। বিয়ের আগেই করেছিলেন বিশেষ পুজো।

Advertisement

সোনাক্ষী ও তাঁর স্বামী জ়াহির প্রায়ই নানা রকমের ভিডিয়ো সমাজমাধ্যমে ভাগ করে নেন। সেখানেই নিজের নতুন বাড়ি নিয়ে কথা বলেন তাঁরা। বা়ড়িটির এখনও কিছু কাজ বাকি। চলছে আসবাবপত্র ও অন্দরসজ্জার কাজ। এই বা়ড়িটি নাকি বিয়ের আগেই যৌথ ভাবে কিনে রেখে দিয়েছিলেন সোনাক্ষী ও জ়াহির।

মুম্বইয়ের বুকে তারকাদম্পতির এই বাড়ি। গত ন’মাস ধরে চলছে বা়ড়ির অন্দরসজ্জার কাজ। সেই নতুন বাড়ির রান্নাঘর, বসার ঘর এবং আয়নাগুলি ঘুরে দেখেন তাঁরা। সোনাক্ষী বলেন, “বিয়ের অনেক আগে থেকেই আমরা এই বাড়ি কিনে রেখে দিয়েছিলাম। আমরা ঠিকই করে রেখেছিলাম, বিয়ে হলে তবেই এই বাড়ি সাজানোর কাজে হাত লাগাব।”

বিয়ের দশ দিন আগে এই নতুন বাসস্থানের পুজো করেছিলেন সোনাক্ষী ও জ়াহির। অভিনেত্রী বলেছেন, “আসলে বিয়ের দশ দিন আগে আমরা পুজো করেছিলাম। তার পরে পায়েলকে খুঁজে পাই। পায়েল এই বহুতলেরই আরও ছ’টি ফ্ল্যাটের অন্দরসজ্জা করেছেন।”

জ়াহিরের দাবি ছিল, ফ্ল্যাটের সব আসবাব যেন এতটাই মজবুত হয় যে সেগুলির উপরে উঠে নাচা যায়।

সোনাক্ষী ও জ়াহিরের বন্ধুত্বপূর্ণ রসায়ন পছন্দ তাঁদের অনুরাগীদের। প্রায়ই স্ত্রীর সঙ্গে মশকরা করেন জ়াহির। এই রসায়নই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে বলে মনে করেন তাঁদের অনুরাগীরা। ২০২৪ সালের ২৩ জুন বিয়ে করেছিলেন তাঁরা। বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। আইনি বিয়ে সেরে তাঁরা আয়োজন করেছিলেন প্রীতিভোজের।

Advertisement
আরও পড়ুন