Sonakshi Sinha

ভরা দোকানে চুরি গেল সোনাক্ষীর ব্যাগ! জ়াহিরকে নিয়ে কেন হাঁপিয়ে উঠছেন অভিনেত্রী?

কেনাকাটা করতে ব্যস্ত ছিলেন তিনি। নীচে রেখেছিলেন একটি শপিং ব্যাগ। হঠাৎ দেখেন নেই সেই ব্যাগ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ জুলাই ২০২৫ ১৮:৪৬
সোনাক্ষী হাঁপিয়ে উঠেছেন জ়াহিরকে নিয়ে।

সোনাক্ষী হাঁপিয়ে উঠেছেন জ়াহিরকে নিয়ে। ছবি: সংগৃহীত।

বিদেশ ভ্রমণে গিয়েছেন সোনাক্ষী সিন্‌হা ও জ়াহির ইকবাল। বিদেশের একটি বিপণিতে কেনাকাটা করতে ঢোকেন সোনাক্ষী। মন দিয়ে কেনাকাটা করছিলেন। হঠাৎ দেখতে পান, তাঁর ব্যাগটি উধাও। উদ্বিগ্ন হয়ে এ দিক ও দিক দেখতে থাকেন তিনি। কে চুরি করল সেই ব্যাগ— শেষে রহস্যভেদ করেন নিজেই। সেই মুহূর্তের ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়ে।

Advertisement

ভিডিয়োটি নিজেই ভাগ করে নিয়েছেন সোনাক্ষী। সেই সঙ্গে তিনি লিখেছেন, “এই ধরনের আচরণ থেকে নিস্তার পেতে চাই।”

পরনে ডেনিমের শর্টস, উপরে সাদা টি-শার্টের উপর নীল রঙের শার্ট। মাথায় টুপি। পায়ে স্নিকার্স। এই বেশে দেখা যায় সোনাক্ষীকে। কেনাকাটা করতে ব্যস্ত ছিলেন তিনি। নীচে রেখেছিলেন একটি শপিং ব্যাগ। হঠাৎ দেখেন, ব্যাগটি নেই। প্রথমে চমকে যান অভিনেত্রী। পরে দেখতে পান, এই কাণ্ড ঘটিয়েছেন স্বামী জ়াহিরই। তিনিই চুপিসারে সেই ব্যাগটি সরিয়ে চমকে দিয়েছেন সোনাক্ষীকে। জ়াহিরের এই ধরনের আচরণে নাকি হাঁপিয়ে গিয়েছেন অভিনেত্রী।

সোনাক্ষী ও জ়াহিরের এই রসায়নই পছন্দ তাঁর অনুরাগীদের। প্রায়ই স্ত্রীর সঙ্গে মশকরা করেন জ়াহির। এই বন্ধুত্বপূর্ণ রসায়নই সম্পর্ক এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে বলে মনে করেন তাঁদের অনুরাগীরা।

জ়াহিরের সঙ্গে সাত বছরের সম্পর্ক সোনাক্ষীর। শোনা যায়, ভিন্‌ধর্মের সম্পর্ক বলে অভিনেত্রীর পরিবার নাকি প্রথমে মেনে নিতে চায়নি। কিন্তু হার মানেননি সোনাক্ষী বা জ়াহির কেউই। ২০২৪ সালের ২৩ জুন বিয়ে করেছিলেন তাঁরা। বিয়েতে ছিল না কোনও ধর্মীয় আচার। আইনি বিয়ে সেরে তাঁরা আয়োজন করেছিলেন প্রীতিভোজের। বিয়ের সাজেও ছিল না আতিশয্য। বিবাহ-পরবর্তী জীবনে নিজেদের সুখী মুহূর্ত সমাজমাধ্যমে তুলে ধরতে শুরু করেন দু’জনেই।

Advertisement
আরও পড়ুন