Sonakshi Sinha Zaheer Iqbal

‘আমি নিয়াজ়ের সময় বসি’, জ়াহিরের সঙ্গে বিয়ের পর ধর্মান্তরিত হতে হয়েছে সোনাক্ষীকে?

জ়াহিরকে বিয়ের পর থেকে ঘুরেফিরে এসেছে সোনাক্ষীর ধর্মান্তরণের প্রসঙ্গ। সত্যিই কি ইসলাম ধর্ম গ্রহণ করেছেন অভিনেত্রী?

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ২৭ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৯
জ়াহিরকে বিয়ে করতেই ধর্ম বদল করতে হয়েছে সোনাক্ষীকে!

জ়াহিরকে বিয়ে করতেই ধর্ম বদল করতে হয়েছে সোনাক্ষীকে! ছবি: সংগৃহীত।

গত বছর ২৩ জুন বিয়ের পিঁড়িতে বসেছেন সোনাক্ষী সিন্‌হা ও জ়াহির ইকবাল। না, আক্ষরিক অর্থে পিঁড়িতে বসতে হয়নি তাঁকে। কোনও ধর্মীয় আচার ছিল না সোনাক্ষীর বিয়েতে। আইনি বিয়ে সেরে এক জাঁকজমকপূর্ণ প্রীতিভোজের আয়োজন করেছিলেন তারকা দম্পতি। ভিন্ন ধর্মে বিয়ে করছেন সোনাক্ষী, তা নিয়ে সিন্‌হা পরিবারের অন্দরে কম অশান্তি হয়নি। বোনের বিয়েতে অভিমান করে আসেননি সোনাক্ষীর দুই দাদা লব ও কুশ। তাঁদের বিয়ের পর থেকে ঘুরেফিরে এসেছে সোনাক্ষীর ধর্মান্তরণের প্রসঙ্গ। জ়াহিরকে বিয়ে করে কি ইসলাম ধর্ম গ্রহণ করতে হয়েছে অভিনেত্রীকে?

Advertisement

একে অপরকে ভালবেসে বিয়ে করেছেন, তাই ধর্ম নিয়ে আলোচনা হয়নি তাঁদের মধ্যে। যদিও জ়াহিরের সঙ্গে নিয়াজ়ে বসেন সোনাক্ষী। এটি ইসলাম ধর্মালম্বীদের একটি উপাচার। একই ভাবে জ়াহির সোনাক্ষীর সঙ্গে বসেন দীপাবলির পুজোয়। শত্রুঘ্ন-কন্যার সাফ কথা, ‘‘দুটো মানুষ একে অপরকে ভালবেসেছে, তাই তারা বিয়ে করেছে। আমাদের সম্পর্কের মাঝে ধর্ম কখনওই অন্তরায় হয়ে দাঁড়ায়নি। আমি যেমন ওর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল ঠিক একই অনুভূতি ও আমার ধর্মের প্রতি। আমরা বিশেষ বিবাহ আইন অনুযায়ী বিয়ে করেছি। ধর্মান্তরিত হওয়ার কোনও প্রশ্নই উঠছে না।’’

Advertisement
আরও পড়ুন