Sonali Bendre

নিজের অজান্তেই গর্ভে এসেছিল সন্তান! অন্তঃসত্ত্বা অবস্থায় সোনালিকে দেখে মোটা মনে হত কার?

সোনালি বুঝতেই পারেননি তিনি মা হতে চলেছেন। মারাঠি ছবি ‘আগা বাই আরেচা’র গান ‘ছম ছম করতা’র শুটিং করছিলেন সোনালি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ মে ২০২৫ ১৯:২৯
Sonali

অজান্তেই সোনালির গর্ভে আসে সন্তান। ছবি: সংগৃহীত।

বুঝতেই পারেননি তিনি মা হতে চলেছেন। জানালেন সোনালি বেন্দ্রে। তখন মারাঠি ছবি ‘আগা বাই আরেচা’র গান ‘ছম ছম করতা’র শুটিং করছিলেন সোনালি। সম্প্রতি একটি রান্নার অনুষ্ঠানের জন্য সোনালির বাড়িতে যান নৃত্যপরিচালক ফারহা খান। কাশ্মীরি গুচ্ছি পোলাও রাঁধতে রাঁধতে কথা বলছিলেন তাঁরা।

Advertisement

ফারহা বলেন, “সোনালি, আমরা এক সঙ্গে বহু গান নিয়ে কাজ করেছি। ‘আঁখো মে বসে হো তুম’ গানে আমরা এক সঙ্গে কাজ করেছিলাম। তার পরে ‘ডুপ্লিকেট’ ছবির গানেও এক সঙ্গে কাজ করি। মনে আছে, মারাঠি গান ‘ছম ছম করতা হ্যায়’ গানেও এক সঙ্গে কাজ করেছিলাম।” সঙ্গে সঙ্গে সোনালি বলেন, “ওই গানের শুটিং চলাকালীন আমি জানতামও না, আমি অন্তঃসত্ত্বা।”

সেই সময়ে নাকি সোনালির চেহারা ভারী দেখাত, দাবি ফারহার। নৃত্যপরিচালক ভেবেছিলেন, পঞ্জাবি পরিবারে বিয়ের পরে সোনালি খুব খাওয়াদাওয়া করছেন। তাই ওজন বাড়ছে। কিন্তু চেহারা ভারী হওয়ার আসল কারণ ছিল, তিনি তখন অন্তঃসত্ত্বা ছিলেন।

সোনালি বলেন, “ফারহা ভাবত, পঞ্জাবি পরিবারে গিয়ে আমি খুব খাওয়াদাওয়া করছি। পরে জানতে পারি, আমি অন্তঃসত্ত্বা। তার আগে জানতেই পারিনি।” গর্ভে সন্তান নিয়েই নাচের দৃশ্যের শুটিং করেছিলেন সোনালি। কিন্তু ফারহার সঙ্গে কাজ করতে কোনও অসুবিধা হয়নি তাঁর। সোনালির কথায়, “ফারহার সঙ্গে কাজ করা খুবই সহজ। সরোজজির (সরোজ খান) সঙ্গে কাজ করতে গিয়ে খুব চিন্তা হয়। ফারহার সঙ্গে তেমন হয় না। ফারহা বকুনি দিলেও দু’মিনিটের মধ্যে সব মিটে যায়।”

২০০২ সালে পরিচালক গোল্ডি বহেলকে বিয়ে করেছিলেন সোনালি। অভিনেত্রী একমাত্র পুত্রের জন্ম দেন ২০০৫ সালে।

Advertisement
আরও পড়ুন