Sonu Nigam

কন্নড় ভাষা সংহতিকে ‘অপমান’! কঠোর পদক্ষেপ সোনুর বিরুদ্ধে, কাজ হারাচ্ছেন গায়ক

‘কুলাডাল্লি কিল্যাভুডো’ নামে একটি কন্নড় ছবিতে গান গাওয়ার কথা ছিল সোনুর। কিন্তু সেই গান আর গাওয়া হবে না তাঁর।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৮ মে ২০২৫ ১৬:০১
Sonu Nigam’s song has been removed from a kannada film due to his controversial comment

সোনু নিগমের বিরুদ্ধে বড় পদক্ষেপ। ছবি: সংগৃহীত।

কন্নড় গান গাইতে বলায় খোলা মঞ্চে মেজাজ হারিয়েছিলেন সোনু নিগম। সেই আচরণের খেসারত দিতে হল গায়ককে। অনুষ্ঠানটি ছিল বেঙ্গালুরুতে। পর পর হিন্দি গান গাইছিলেন সোনু। এক শ্রোতা তাঁকে কন্নড় গান গাইতে বলায় মেজাজ হারান গায়ক, এমনকি টেনে আনেন পহেলগাঁও প্রসঙ্গ। সেই মন্তব্যের জেরে এক কন্নড় ছবিতে গান গাওয়ার সুযোগ হারালেন গায়ক।

Advertisement

‘কুলাডাল্লি কিল্যাভুডো’ নামে একটি কন্নড় ছবিতে গান গাওয়ার কথা ছিল সোনুর। কিন্তু সেই গান আর গাওয়া হবে না তাঁর। বেঙ্গালুরুর ঘটনার পরে সোনুকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন নির্মাতারা। এক বিবৃতিতে ছবির নির্মাতারা বলেছেন, “কোনও সন্দেহই নেই, সোনু সঙ্গীতশিল্পী হিসেবে খুবই ভাল। কিন্তু সম্প্রতি একটি অনুষ্ঠানে কন্নড় ভাষা নিয়ে যে মন্তব্য করেছেন, তাতে আমরা খুবই ক্ষুব্ধ। কন্নড় ভাষাকে যে ভাবে সোনু অপমান করেছেন, তা আমরা কোনও ভাবেই সহ্য করতে পারিনি। তাই আমরা ওঁর গানটিই বাদ দিয়ে দিয়েছি।”

ঠিক কী বলেছিলেন সোনু নিগম? কন্নড় গান গাওয়ার অনুরোধ আসার পরেই তিনি বলেন, “আমার এই বিষয়টা ভাল লাগল না। এই ছেলেটির যা বয়স, তার চেয়ে বেশি দিন ধরে আমি কন্নড় গান গাইছি। কিন্তু এই ছেলেটি অত্যন্ত রূঢ় ভাবে আমাকে হুমকি দিচ্ছে ‘কন্নড়, কন্নড়’ বলে। এই জন্যই পহেলগাঁওয়ের মতো ঘটে যায়।”

এই মন্তব্যের জেরে কর্নাটক ফিল্ম চেম্বার অফ কমার্সের তরফ থেকে ঘোষণা করা হয়েছে, তারা সোনু নিগমের সঙ্গে আর কোনও কাজ করবে না। তবে তাঁকে আনুষ্ঠানিক ভাবে নিষিদ্ধ করা হয়েছে এমন নয়।

Advertisement
আরও পড়ুন