Rhea Chakraborty

অবশেষে স্বস্তি, সুশান্ত সিংহ মামলা প্রাক্তন প্রেমিকা রিয়াকে কোন ছাড়পত্র দিল আদালত

আরও কিছুটা স্বস্তি পেলেন রিয়া চক্রবর্তী। ১ জুন থেকে সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত বিদেশে যাওয়ার অনুমতি পেয়েছেন। কিন্তু রয়েছে কোন শর্ত?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৪ জুন ২০২৫ ১৯:০৪
Special NDPS Court Grant Rhea Chakraborty permission to travel Abroad

কোন কোন দেশে যেতে পারবেন রিয়া? ছবি: সংগৃহীত।

ছাড়পত্র আগেই পেয়েছিলেন রিয়া চক্রবর্তী। চলতি বছর সিবিআই তার চূড়ান্ত রিপোর্টে জানিয়ে দিয়েছে, আত্মহত্যাই করেছিলেন সুশান্ত সিংহ রাজপুত। অভিনেতার মৃত্যু নিয়ে জলঘোলা হয়েছিল বিস্তর। রিয়ার বিরুদ্ধে ছিল একাধিক অভিযোগ। মাদকযোগের অভিযোগে গ্রেফতারও হয়েছিলেন অভিনেত্রী তথা সুশান্তের প্রাক্তন প্রেমিকা। ২৭ দিন কারাবাসে ছিলেন তিনি। যদিও একটা বাধা ছিল, যা-ই করুন না কেন, বিদেশে যেতে পারবেন না রিয়া। কিন্তু এ বার রিয়ার উপর থেকে উঠে গেল সেই নিষেধাজ্ঞা। যদিও বিদেশের সব ক’টি দেশে যেতে পারবেন, তেমনটা নয়। কোন কোন দেশে যেতে পারবেন অভিনেত্রী?

Advertisement

এনডিপিএস (নার্কোটিকস ড্রাগ অ্যান্ড সাইকোট্রপিক সাবস্ট্যান্স) আদালত অভিনেত্রীকে কাজের জন্য ১ জুন থেকে সেপ্টেম্বরের ১৫ তারিখ পর্যন্ত বিদেশে যাওয়ার অনুমতি দিয়েছে। যদিও আমেরিকায় যেতে পারবেন না অভিনেত্রী। তিনি শ্রীলঙ্কা, সার্বিয়া ও ইউরোপের বিভিন্ন জায়গায় যেতে পারবেন। একটি আন্তর্জাতিক প্রযোজনা সংস্থার সঙ্গে কাজ করছেন রিয়া। সেই ছবির শুটিংয়ের জন্য বিদেশে যেতে হবে তাঁকে। সেই কারণে সাময়িক ভাবে তাঁর ভিসার অনুমতি ও পাসপোর্ট ফেরানোর আবেদন করেন। সেটাই মঞ্জুর করে বিশেষ এনডিপিএস আদালত।

Advertisement
আরও পড়ুন