Rahul Dev Bose

এ বার সিরিজ়ে আদ্যোপান্ত রোম্যান্টিক নায়ক রাহুল! দেবাদৃতা নয়, কোন নায়িকার সঙ্গে জুটি বাঁধছেন?

ধারাবাহিক শেষ হতে না হতেই নতুন কাজ শুরু করে দিলেন রাহুলদেব বসু। শোনা যাচ্ছে, নতুন ওয়েব সিরিজ়ে দেখা যাবে তাঁকে।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ জুন ২০২৫ ২০:১৪
Speculations are After Duggamoni O Baghmama serial actor Rahul Dev Bose will be seen in Rahool Mukherjee’s upcoming web series

রাহুলদেব বসু এবং দেবাদৃতা বসু। ছবি: সংগৃহীত।

সদ্য ধারাবাহিকের কাজ শেষ করেছেন অভিনেতা রাহুলদেব বসু। কয়েক দিন কাটতে না কাটতেই নতুন কাজ শুরু করতে চলেছেন অভিনেতা। স্টুডিয়োপাড়ায় গুঞ্জন এমনই। শোনা যাচ্ছে, রাহুল মুখোপাধ্যায়ের পরিচালিত নতুন ওয়েব সিরিজ়ের শুটিং শুরু করেছেন অভিনেতা। সিরিজ়ের একাংশের শুটিং হয়ে গিয়েছে। পাহাড়ে নাকি শুটিং সেরে ফিরেও এসেছেন তাঁরা। এই সিরিজ়ে কোন অভিনেত্রীর সঙ্গে জুটি বাঁধতে চলেছেন রাহুল? এমনিতে অভিনেতা ও তাঁর প্রেমিকা দেবাদৃতা বসুকে নিয়ে আলোচনার শেষ নেই। একটি বিজ্ঞাপনে তাঁদের একসঙ্গে দেখা গিয়েছে। তার পর থেকে সকলের মনে প্রশ্ন, তবে কি এ বার নতুন সিরিজ়ে দেবাদৃতার সঙ্গে দেখা যাবে অভিনতাকে? কিছু দিন আগে অভিনেত্রী মানালি দে-র সঙ্গে জুটিতে দেখা গিয়েছে রাহুলকে। ‘দুগ্গামণি ও বাঘমামা’ ধারাবাহিকে মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে।

Advertisement

সূত্র বলছে, রাহুলকে নাকি এই সিরিজ়ে একেবারে রোম্যান্টিক অবতারে দেখা যাবে। না, এই কাহিনিতে দেবাদৃতার বিপরীতে দেখা যাবে না তাঁকে। শোনা যাচ্ছে, অভিনেত্রী মেঘা চৌধুরীর সঙ্গে জুটি বাঁধছেন তিনি। এখনও পর্যন্ত নির্মাতা বা অভিনেতাদের তরফে কিছু জানানো হয়নি। শোনা যাচ্ছে, আদ্যোপান্ত প্রেমের গল্পের নায়ক হচ্ছেন রাহুল। প্রসঙ্গত, এখনও পর্যন্ত পর্দায় দেবাদৃতার সঙ্গে জুটিতে দেখা যায়নি অভিনেতাকে। এক দিকে রাহুল যেমন ব্যস্ত নিজের কাজ নিয়ে, দেবাদৃতাকেও দর্শক দেখছেন ‘মিঠিঝোরা’ ধারাবাহিকে। নেতিবাচক চরিত্রে এই প্রথম দেখা যাচ্ছে তাঁকে। সূত্র বলছে, রাহুল আপাতত এই সিরিজ়ের শুটিং নিয়ে ব্যস্ত। আগামী দিনে দেবাদৃতা-রাহুল জুটিকে কি এক সঙ্গে দেখা যাবে? সেই উত্তর অধরা।

Advertisement
আরও পড়ুন