১২ বছর পরে কি বড়পর্দায় ফিরবে অনিরুদ্ধ-দেব জুটি? ছবি: সংগৃহীত।
২০২৬ পড়তে না পড়তেই একের পর এক ছবির ঘোষণা করেছেন অভিনেতা তথা প্রযোজক দেব। ২০২৭–এর ক্রিসমাসের ছবিও ঘোষণা হয়ে গিয়েছে। এর মধ্যেই আভাস মিলল নায়কের নতুন কাজের। আগামী বছরে কি তবে আবার অনিরুদ্ধ রায় চৌধুরীর সঙ্গে হাত মেলাচ্ছেন নায়ক? ‘বুনো হাঁস’-এর পরে আর একসঙ্গে কাজ করেননি তাঁরা। কী জানালেন পরিচালক?
দেব এবং অনিরুদ্ধ দু’জনে ভাল বন্ধু। মাঝেমাঝে একসঙ্গে আড্ডা দেন। ভাল মুহূর্ত যাপন করেন। বুধবার কি তবে তাঁরা ‘বুনো হাঁস ২’-এর পরিকল্পনা করে ফেললেন? ধোঁয়াশা জারি রেখে পরিচালকের উত্তর, “এখন থেকে বলা খুব মুশকিল। দুটো বাংলা ছবির চিত্রনাট্য লিখছি। তা ছাড়া আমি তো দেবের সঙ্গে কাজ করতে চাই। খুব ভাল অভিজ্ঞতা হয়েছিল আমাদের। আশা করছি ভাল চিত্রনাট্য পেলে দেবও না করবে না। আমার প্রশ্ন দেব কি ‘বুনো হাঁস ২’ ছবি করতে চায়?”
নিশ্চিত করে পরিচালক কিছু না বললেও আগামী ছবির সম্ভাবনা একেবারে নাকচ করে দেননি। ২০১৪ সালে মুক্তি পেয়েছিল ‘বুনো হাঁস’। মাঝে প্রায় ১২ বছর কেটে গিয়েছে। দেবও আরও পরিণত। অন্য দিকে অনিরুদ্ধও মুম্বইয়ে চুটিয়ে কাজ করেছেন। তা হলে নতুন বছরে কি আবার বড়পর্দায় দেখা যাবে পরিচালক-নায়ক জুটিকে ? তা অবশ্য ক্রমশ প্রকাশ্য।