Nupur Sanon Wedding

কৃতির বোন নূপুরের স্বামী ভিন্‌ধর্মের হওয়ায় কোন আশঙ্কা করেছিলেন অভিনেত্রীর মা?

হিন্দু ও খ্রিস্টান দুই ধর্মেরই রীতি মেনে বিয়ে হয় কৃতির বোন নূপুরের। তবে ছোট মেয়ের বর খ্রিস্টান হওয়ায় তাঁদের সম্পর্ক নিয়ে খানিক দোলাচলেই ছিলেন মা গীতা সেনন! বেশ কিছু আশঙ্কাও ছিল।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১১:১০
Nupur Sanon kriti sanon sister open up on their interfaith wedding with stebin ben

বিয়ের অনুষ্ঠানে নবদম্পতি স্টেবিন বেন এবং নূপুরের সঙ্গে কৃতি সেনন। ছবি: সংগৃহীত।

গায়ক স্টেবিন বেনের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন কৃতি সেননের বোন নূপুর সেনন। ধুমধাম করেই রাজস্থানের উদয়পুরে হল বিয়ের অনুষ্ঠান। তার পর মুম্বইয়ে ছিলে ইন্ডাস্ট্রির বন্ধুবান্ধদের জন্য প্রীতিভোজের আয়োজন। বিয়েতে সঙ্গীত থেকে মেহেন্দি ককটেল সব অনুষ্ঠানই হয়েছে। তবে বিয়ে হয়েছে হিন্দু ও খ্রিস্টান— দুই ধর্মের রীতি মেনে। তবে ছোট মেয়ের বর খ্রিস্টান বলে তাঁদের সম্পর্ক নিয়ে খানিক দোলাচলে ছিলেন মা গীতা সেনন, বেশ কিছু আশঙ্কাও ছিল।

Advertisement

ত্রিমুখী হিরের আংটি দিয়ে নূপুরকে বিয়ের প্রস্তাব দেন গায়ক স্টেবিন। ছবিতে প্লেব্যাক করেন, দেশবিদেশে বহু গানের অনুষ্ঠান করেন স্টেবিন। শোনা যায়, বর্তমানে তাঁর সম্পত্তির পরিমাণ ১৫ কোটির আশপাশে। অন্য দিকে নূপুরও স্টেবিনের বেশ কিছু ভিডিয়োয় অভিনয় করেছেন। নিজস্ব ফ্যাশন ব্র্যান্ড রয়েছে। তবে স্টেবিনের সঙ্গে প্রেমের শুরুটা হয় পাঁচ বছর আগে একটি মিউজ়িক ভিডিয়ো শুট করতে গিয়ে। যদিও সেই সময় গায়ক হিসেবে খুব একটা যে নামডাক ছিল, তেমনটা নয়।

তবে নূপুরের কথায়, ‘‘স্টেবিনের মধ্যে একটা চটক রয়েছে। ওর সঙ্গে এক বার কেউ দেখা করলেই হল। ও নিজের একটা প্রভাব ফেলে যায় সেই ব্যক্তির মধ্যে।’’ স্টেবিন পায়ের তলার মাটি শক্ত করার পর বাড়িতে নিজের প্রেমিকের কথা বলেন নূপুর। মেয়ের সম্পর্কের ব্যাপারে প্রথমে খুব একটা মত ছিল না মায়ের। নূপুর জানান, তাঁর স্বামীর পেশা কিংবা খ্রিস্টান মতে বিয়ে— সবটা নিয়ে উদ্বেগে ছিলেন তাঁর মা। নূপুরের কথায়, ‘‘আসলে সব মায়েদের মধ্যেই এই অনিশ্চয়তা কাজ করে।’’

এ ছাড়া খ্রিস্টান মতে বিয়ে নিয়ে খানিক দোনামনা ছিল পাত্রীপক্ষের। নূপুর জানান, তাঁরা কখনও কোনও খ্রিস্টান বিয়েতে পর্যন্ত যাননি। সেই কারণে তাঁদের নিয়ম রীতিনীতি নিয়ে তেমন ধারণা ছিল না। সেই কারণে খানিকটা অনিশ্চয়তা কাজ করেছে অভিনেত্রীর মায়ের মধ্যে।

Advertisement
আরও পড়ুন