নূপুরের উপর মেজাজ হারালেন কৃতি। ছবি: সংগৃহীত।
বিয়ে করলেন বলিউড অভিনেত্রী কৃতি সেননের বোন নূপুর সেনন। গায়ক স্টেবিন বেনের সঙ্গে গাঁটছড়া বাঁধলেন তিনি। শনিবার উদয়পুরে বিয়ে সারেন তাঁরা। মঙ্গলবার মুম্বইয়ে ছিল প্রীতিভোজ। নিজে দাঁড়িয়ে থেকে প্রতি মুহূর্তের তদারকি করে বোনের বিয়ে দিয়েছেন কৃতি। তারই মাঝে যদিও একাধিক বার বোনের উপর মেজাজ হারাতেও দেখা গিয়েছে অভিনেত্রীকে।
কিছু দিন আগেই বিদেশে বাগ্দান সেরেছেন নূপুর ও স্টেবিন। কৃতির বোনকে ত্রিমুখী হিরের আংটি দিয়ে বিয়ের প্রস্তাব দেন গায়ক স্টেবিন। তার পরে উদয়পুরে এক বার খ্রিস্টান মতে ও এক বার হিন্দু রীতি মেনে বিয়ে হয় তাঁদের। যে সমস্ত ভিডিয়ো ছড়িয়ে পড়েছে তাতে দেখা যাচ্ছে, হিন্দুমতে বিয়ের সময় বোনের পিছনে দাঁড়িয়ে নায়িকা। নূপুরের সিঁদুরদানের সময় ভগ্নীপতি কী ভাবে সিঁদুর পরাবে, সেই নিয়েও বোনের সঙ্গে একচোট কথা কাটাকাটি হয় বলেই মনে হয় ভিডিয়ো দেখে। দুই বোনের কথা শোনা না গেলও তাঁদের অভিব্যক্তিতে স্পষ্ট।
মঙ্গলবার মুম্বইয়ে প্রীতিভোজের দিন নূপুরের সঙ্গে বেশ চিৎকার করেই কথা বলতে শোনা যায় কৃতিকে। কথা স্পষ্ট বোঝা না গেলেও, যে কোনও কারণেই হোক, দিদি যে বোনকে ভালই বকা দিচ্ছেন তা বেশ বোঝা যায়। প্রথমে বোন পাল্টা বোঝানোর চেষ্টা করেন দিদিকে। হাসিমুখে চেষ্টা করেও লাভ হয়নি। কৃতি হয়তো তখন এতটাই রেগে, যে কারও কথা শুনতে নারাজ। খানিক বিষণ্ণ মুখ নিয়েই অনুষ্ঠানকক্ষের ভিতরে ঢুকে যান নূপুর। হয়তো মেনেও নেন দিদির কথা। তবে ভিডিয়ো দেখে নেটাগরিকদের বক্তব্য, এত বড় বিয়ের অনুষ্ঠানে দিদি-বোনের টুকটাক কথা কাটাকাটি বা মতের অমিল হতেই পারে। বোনকে খানিক শাসনও করতেই পারেন অভিনেত্রী দিদি।
অন্য দিকে নূপুরের বিয়ের পোশাকের প্রশংসায় পঞ্চমুখ নেটপাড়া। প্রতিটি অনুষ্ঠানের জন্য যে যে পোশাক পরেছেন তিনি, প্রতিটির জন্যই নূপুরের পছন্দের প্রশংসা করেছে নেটাপাড়ার একটা বড় অংশ।