badshah

উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের সঙ্গে সাক্ষাতের পরে কোন শান্তি খুঁজে পেলেন বাদশা?

বাদশার আচমকা এই যোগী-সাক্ষাৎ ঘিরে প্রশ্ন, তা হলে কি খুব শীঘ্রই রাজনীতিতে দেখা যাবে গায়ককে? নিশ্চিত উত্তর যদিও এখনও মেলেনি তেমন।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৪ জানুয়ারি ২০২৬ ১৬:১৬
(বাঁ দিকে) যোগী আদিত্যনাথ, (ডান দিকে) বাদশা।

(বাঁ দিকে) যোগী আদিত্যনাথ, (ডান দিকে) বাদশা। ছবি: সংগৃহীত।

বলিউডের জনপ্রিয় গায়ক ও র‌্যাপার বাদশা। ১৩ জানুয়ারি তিনি উত্তরপ্রদেশের গোরখপুর মহোৎসবে যান। অনুষ্ঠানের পরের দিন, অর্থাৎ ১৪ তারিখ, সে রাজ্যের মুখ্যমন্ত্রীর বাড়ি গিয়ে দেখা করে আসেন। আদিত্যনাথের সঙ্গে সাক্ষাতের পরে অদ্ভুত এক শান্তির খোঁজ পেয়েছেন বলেই মত বাদশার।

Advertisement

বুধবার বাদশা বলেন, ‘‘আজ যোগী আদিত্যনাথের সঙ্গে দেখা করার পরে অদ্ভুত এক শান্তি পেলাম। ওঁর চেহারায় একটা আলাদা জ্যোতি রয়েছে, ওই তেজ, জ্যোতি আসে ভিতরের স্থিরতা থেকেই। অত্যন্ত শান্ত-সহজ, সাদাসিধে মানুষ। পশুপাখিদের জন্য যেমন ভালবাসা রয়েছে, তেমনই মানুষের প্রতিও রয়েছে দয়া ও করুণা। ওঁর জীবনের একটাই উদ্দেশ্য, নিজের দেশের সেবা করা, নিজের ধর্মের রক্ষা করা, নিজের মানুষদের জন্য আত্মত্যাগ।”

তিনি আরও বলেন, ‘‘যাঁরা ওঁকে ভয়ের চোখে দেখেন, তাঁরা অবশ্যই ওঁর ভিতরটা দেখতে পান না। খুব কাছ থেকে দেখলে লোকে বুঝতে পারত ওঁর সবথেকে বড় শক্তি রাজনীতি নয় বরং মানুষের প্রতি সমবেদনা।’’ কালো প্যান্ট ও শার্ট পরে, চোখে কালো রোদচশমা পরে যোগীর সঙ্গে দেখা করতে যান তিনি। সঙ্গে নিয়ে যান বিশাল একটি পুষ্পস্তবক। তবে বাদশার আচমকা এই যোগী-সাক্ষাৎ ঘিরে প্রশ্ন, তা হলে কি খুব শীঘ্রই রাজনীতিতে দেখা যাবে গায়ককে? নিশ্চিত উত্তর যদিও এখনও মেলেনি তেমন।

Advertisement
আরও পড়ুন