ICC T20 World Cup 2026

আমেরিকার পর বিশ্বকাপের আগে সমস্যায় ইংল্যান্ডও, ভারতে আসার ভিসা এখনও পাননি পাকিস্তান-বংশোদ্ভূত দুই ইংরেজ বোলার

পাকিস্তান-বংশোদ্ভূত আমেরিকার চার ক্রিকেটারের ভিসা এখনও দেয়নি ভারত সরকার। এ বার সমস্যায় পড়লেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার। তাঁরাও পাকিস্তান-বংশোদ্ভূত হওয়ায় এখনও ভারতের ভিসা পাননি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১২:২৯
cricket

সতীর্থদের সঙ্গে আদিল রশিদ (মাঝে)। ছবি: সমাজমাধ্যম।

পাকিস্তান-বংশোদ্ভূত আমেরিকার চার ক্রিকেটারের ভিসা এখনও দেয়নি ভারত সরকার। এ বার সমস্যায় পড়লেন ইংল্যান্ডের দুই ক্রিকেটার আদিল রশিদ এবং রেহান আহমেদ। তাঁরা পাকিস্তান-বংশোদ্ভূত হওয়ায় এখনও ভারতের ভিসা পাননি। ফলে এ দেশে এসে বিশ্বকাপ খেলতে পারবেন কি না, তা নিয়ে শঙ্কা তৈরি হয়েছে।

Advertisement

ভারতের ভিসা না পাওয়ায় দুই ক্রিকেটারই দলের সঙ্গে শ্রীলঙ্কা সফরে সাদা বলের সিরিজ় খেলতে যাবেন না। ইংল্যান্ডের দৈনিক ‘দ্য গার্ডিয়ান’-এর দাবি, কবে এই দুই ক্রিকেটারের ভিসা পাওয়া যাবে, তা নিশ্চিত নয়। এই মুহূর্তে দক্ষিণ আফ্রিকার টি-টোয়েন্টি লিগে খেলছেন রশিদ। অন্য দিকে, রেহান ব্যস্ত অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগ খেলতে। ভিসা পেলে তাঁরা সরাসরি দলের সঙ্গে যোগ দেবেন।

ইংল্যান্ড ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, দুই ক্রিকেটারের ভিসার আবেদন প্রত্যাখ্যান করেনি ভারত। তারা ব্রিটেন সরকারের থেকে সাহায্য চেয়েছে, যাতে ভিসা পাওয়ার প্রক্রিয়া দ্রুত করা যায়। তবে নিশ্চয়তা দেয়নি যে কবে ভিসা পাওয়া যাবে।

রশিদ এবং রেহান না থাকায়, দলের একমাত্র বিশেষজ্ঞ স্পিনার হিসাবে থাকলেন শুধু লিয়াম ডসন। সে ক্ষেত্রে উইল জ্যাকস এবং জেকব বেথেলকে আংশিক সময়ের স্পিনার হিসাবে খেলতে হতে পারে। ২২ জানুয়াকি শ্রীলঙ্কা সফরে প্রথম এক দিনের ম্যাচ খেলবে ইংল্যান্ড। টি-টোয়েন্টি বিশ্বকাপে তাদের অভিযান শুরু ৮ ফেব্রুয়ারি, নেপালের বিরুদ্ধে।

ভারতের ভিসা নীতি অনুযায়ী, ভিসার আবেদন করতে হলে জন্ম নেওয়া দেশের পাসপোর্ট ব্যবহার করতে হয়। অর্থাৎ, দুই ক্রিকেটারকে পাকিস্তানের পাসপোর্ট ব্যবহার করে ভিসার আবেদন করতে হয়েছে। সেখানেই সমস্যা হচ্ছে।

২০১৯ সালে পাক বংশোদ্ভূত সিকন্দর ও সাকিব জ়ুলফিকর এবং ২০২৩ সালে শিরাজ আহমেদ ভারতে খেলতে আসার ভিসা পাননি। ২০১৭ সালে অস্ট্রেলিয়ার ওপেনার উসমান খোয়াজা, ২০২৪ সালে ইংল্যান্ডের রেহান ও শোয়েব বশিরেরও ভিসা পেতে সমস্যা হয়েছিল। তাঁরাও পাক বংশোদ্ভূত। এ বারের বিশ্বকাপে আমেরিকা ছাড়াও সংযুক্ত আরব আমিরশাহি, ওমান, নেপাল, কানাডা, ইংল্যান্ড, জ়িম্বাবোয়ে ও নেদারল্যান্ডসে পাকিস্তানি বংশোদ্ভূত ক্রিকেটার রয়েছেন। তাঁদেরও ভিসা পেতে সমস্যা হতে পারে।

Advertisement
আরও পড়ুন