Arsenal

বিপক্ষ গোলরক্ষকের ভুলে লিগ কাপে চেলসিকে হারাল আর্সেনাল, রিয়ালের কোচ হয়ে প্রথম ম্যাচেই হার আর্বেলোয়ার

ইংল্যান্ডের লিগ কাপ সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচে জিতল আর্সেনাল। লন্ডনেরই ক্লাব চেলসিকে হারিয়ে দিল ৩-২ গোলে। অন্য দিকে, স্পেনের দ্বিতীয় ডিভিশনের ১৭ নম্বরে থাকা ক্লাব আলবাসেতের কাছে কোপা দেল রে-তে হেরে গেল রিয়াল মাদ্রিদ।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১০:৪৯
football

আর্সেনাল ফুটবলারদের উচ্ছ্বাসের মুহূর্ত। ছবি: রয়টার্স।

ইংল্যান্ডের লিগ কাপ সেমিফাইনালের প্রথম পর্বের ম্যাচে জিতল আর্সেনাল। লন্ডনেরই ক্লাব চেলসিকে হারিয়ে দিল ৩-২ গোলে। বিপক্ষকে দু’টি গোল উপহার দিয়ে আর্সেনালের ‘সুবিধা’ করে দিলেন চেলসির গোলরক্ষক ডেভিড স্যাঞ্চেজ়। অন্য দিকে, স্পেনের দ্বিতীয় ডিভিশনের ১৭ নম্বরে থাকা ক্লাব আলবাসেতের কাছে কোপা দেল রে-তে হেরে গেল রিয়াল মাদ্রিদ। কোচ হিসাবে প্রথম ম্যাচেই হারতে হল আলভারো আর্বেলোয়াকে।

Advertisement

চেলসির বিরুদ্ধে সাত মিনিটেই এগিয়ে যায় আর্সেনাল। কর্নার থেকে হেড করেন বেন হোয়াইট। স্যাঞ্চেজ় তখন জায়গাতেই ছিলেন না। ফাঁকা গোলে বল ঢুকে যায়। দ্বিতীয়ার্ধে একটি পাস নিজের দলের ফুটবলারকে দেওয়ার বদলে আর্সেনালের ভিক্টর গোয়কোরেসের পায়ে তুলে দেন স্যাঞ্চেজ়। চেলসির হয়ে একটি গোল করেন আলেজান্দ্রো গারনাচো। ফের মার্তিন জ়ুবিমেন্দির গোলে এগিয়ে যায় আর্সেনাল। পরে গারনাচো আরও একটি গোল করে দ্বিতীয় পর্বের আগে চেলসির আশা কিছুটা হলেও বাঁচিয়ে রাখেন।

চেলসির নতুন কোচ লিয়াম রোসেনিয়র অবশ্য গোলরক্ষককে দোষ দিতে চাননি। তিনি বলেন, “ম্যাচের আগেও ওকে বলেছি, এখনও আবার বলছি। আমার দলের কোনও ফুটবলার ভুল করলে তার দায় আমার। এই হারের দায়ও নিজের কাঁধে নিচ্ছি। ওকে নিয়ে আমি ইতিবাচক। দলের সকলেই আমার খুব কাছের। আমার কাজ হল ওদের সাহায্য করা।”

রিয়াল ২-৩ গোলে হেরেছে আলবাসেতের কাছে। দুর্বল দল বলে প্রথম সারির প্রায় সব ফুটবলারকেই বিশ্রাম দিয়েছিলেন আর্বেলোয়া। সেই সিদ্ধান্ত কাজে লাগেনি। শুরু থেকে হোঁচট খেয়েছে রিয়াল। ৪২ মিনিটে জেভিয়ার ভিলারের গোলে এগিয়ে যায় আলবাসেতে। সমতা ফেরান ফ্রাঙ্কো মাস্তানতুয়োনো। আলবাসেতেকে এগিয়ে দেন জেফ্রা বেতানকোর। সংযুক্তি সময়ে সমতা ফেরান গঞ্জালো গার্সিয়া। রিয়াল ভেবেছিল ম্যাচ অতিরিক্ত সময়ে যাবে। কিন্তু সংযুক্তি সময়েই বেতানকোর আরও একটি গোল করে আলবাসেতের জয় নিশ্চিত করেন।

Advertisement
আরও পড়ুন