Srabanti Chatterjee

চুমুই খেতে হবে? খোলা পিঠে প্রেমের দৃশ্যে লেখা হল জয় গোস্বামীর কবিতা, আমি আপ্লুত: শ্রাবন্তী

শ্রাবন্তীর খোলা পিঠে প্রেমের অন্তরঙ্গ মুহূর্তে কবিতা লিখছেন শিবপ্রসাদ। অস্বস্তি হয়নি, বরং আপ্লুত নায়িকা!

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৮ এপ্রিল ২০২৫ ১৩:১৮
অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়।

অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। ছবি: সংগৃহীত।

এই মুহূর্তে বেশ ব্যস্ত অভিনেত্রী শ্রাবন্তী চট্টোপাধ্যায়। প্রায় একসঙ্গে দুটি সিনেমা মুক্তি। ‘আড়ি’ ও ‘আমার বস্’। দুই ছবিতেই আকর্ষণের কেন্দ্রে রয়েছেন তিনি। বহু বছর পর ‘আড়ি’ ছবিতে আইটেম গানে নাচলেন শ্রাবন্তী। ইতিমধ্যেই শ্রাবন্তীর ‘ডাকাত পড়েছে’ গানটি ভাইরাল হয়েছে সমাজমাধ্যমে। পাশপাশি ‘আমার বস্’ ছবিতে শ্রাবন্তী ধরা দিলেন সাহসী অবতারে। অভিনেতা শিবপ্রসাদ মুখোপাধ্যায় ছবিতে শ্রাবন্তীর খোলা পিঠে প্রেমের অন্তরঙ্গ মুহূর্তে কবিতা লিখছেন। তাঁকে পর্দায় এর আগে এমন সাহসী পদক্ষেপ করতে দেখা যায়নি। ইতিমধ্যেই সেই দৃশ্য নিয়ে শুরু হয়েছে ফিসফাস। নায়িকা অবশ্য আপ্লুত এমন একটা চরিত্র পেয়ে।

Advertisement

সদ্য মুক্তি পেয়েছে ‘আমার বস্’ ছবির ‘মালাচন্দন’ গানটি। সেখানেই শ্রাবন্তী এব‌ং শিবপ্রসাদের সম্মোহনের দৃশ্য। জয় গোস্বামীর লেখা ‘ঈশ্বর আর প্রেমিকের সংলাপ’ কবিতাটি নায়িকার পিঠে লিখলেন পরিচালক। আনন্দবাজার ডট কমের ভিডিয়ো সাক্ষাৎকারে শ্রাবন্তী বলেন, ‘‘এমন একটা গান নিজের কেরিয়ারে পেয়ে আপ্লুত। শুধু তা-ই নয়, কাজটা করার সময় একফোঁটা অস্বস্তি হয়নি। আসলে পেশাদারদের দিয়ে পুরো কাজটা করা হয়। চুমু খেয়েই যে প্রেম নিবেদন হয় তা নয়, এ ভাবেও একটা প্রেমের মুহূর্ত বোনা যায়। তার জন্য শিবুদাদের গোটা টিমকে কুর্নিশ। তার উপর জয় গোস্বামীর কবিতা, কী বলব আর।’’

একই ভাবে ‘ডাকাত পড়েছে’ গানটি দর্শকদের ভাল লাগছে দেখে খুশি নায়িকা। যশ-নুসরতের প্রযোজনায় ‘আড়ি’ ছবিতে এমন একটা গান পেয়ে কেরিয়ারের মধ্যগগনে খুশিতে ভাসছেন নায়িকা।

Advertisement
আরও পড়ুন