India-Pakistan

পাকিস্তানি দর্শককে ‘হনুমান চালিশা’ পড়তে বলে বিতর্কে গৌরব! ঠিক কী কী বলেছিলেন কৌতুকশিল্পী?

কানাডায় অনুষ্ঠান ছিল গৌরবের। সেখানে মঞ্চ থেকেই পাকিস্তানি অনুরাগীদের ‘হনুমান চালিশা’ পড়তে বলেন গৌরব। কাশ্মীর প্রসঙ্গেও খোঁচা দেন তিনি।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০১ জুন ২০২৫ ১৯:২৩
Stand-up comedian Gaurav Gupta asked Pakistani fans to read Hanuman Chalisa

অনুষ্ঠানে কৌতুকশিল্পী গৌরব গুপ্ত। ছবি: সংগৃহীত।

ফের বিতর্কে এক কৌতুকশিল্পী। ভারত ও পাকিস্তানের মধ্যে উত্তপ্ত পরিস্থিতির মধ্যেই পাকিস্তানিদের ‘হনুমান চালিশা’ পড়তে বলে বিতর্কে গৌরব গুপ্ত। পহেলগাঁও কাণ্ডের পর থেকে দুই দেশের মধ্যে চলছে চাপানউতোর। তাই গৌরবের মন্তব্য চর্চায় উঠে এসেছে।

Advertisement

কানাডার একটি শহরে অনুষ্ঠান ছিল গৌরবের। সেখানে মঞ্চ থেকেই পাকিস্তানি অনুরাগীদের ‘হনুমান চালিশা’ পড়তে বলেন গৌরব। কাশ্মীর প্রসঙ্গেও খোঁচা দেন তিনি। গৌরব নিজেই সেই অনুষ্ঠানের একটি অংশ ভাগ করে নিয়েছেন সমাজমাধ্যমে। ভিডিয়োয় দেখা যাচ্ছে, পাকিস্তানি দর্শকেরাও তাঁর অনুষ্ঠান দেখতে এসেছেন বলে গৌরব অবাক হয়ে গিয়েছেন।

পাকিস্তানি দর্শক প্রেক্ষাগৃহে রয়েছেন জানতে পেরে বাকি দর্শকেরা ‘সিঁদুর সিঁদুর’ বলে চিৎকার করতে শুরু করেন। তাঁদের শান্ত হয়ে বসতে বলেন গৌরব। এর পরে গৌরব নিজেই মজা করে বলেন, “পাকিস্তানের শিল্পীরা নিষিদ্ধ। দর্শকেরা নন। আচ্ছা পাকিস্তান থেকে কারা এসেছেন? এ বার হনুমান চালিশা পড়ে শোনান তো। পড়ুন পড়ুন।” হাসির ছলেই কথাগুলি বলেন। তবে ভিডিয়োর এই অংশ দেখে নেটাগরিকের অনেকেরই পহেলগাঁও কাণ্ডে ‘কলমা’ পড়তে বলার কথা মনে পড়ে যায়।

এক পাকিস্তানি অনুরাগীকে তাঁর নাম জিজ্ঞাসা করেন গৌরব। তিনি নিজের নাম বলেন। তখন কৌতুকশিল্পী ব্যঙ্গ করে প্রশ্ন করেন, “আচ্ছা আপনার সাংকেতিক নাম কী?” এখানেই শেষ নয়। কাশ্মীর প্রসঙ্গে গৌরব বলেন, “আপনারা কি আমার রসিকতা বুঝতে পারছেন? আপনারা পাবেন না, বুঝতে পারছেন না? এত দিন ধরে আমরা বলছি, আপনারা পাবেন না। তাও বুঝতে পারছেন না, আর বার বার এই দিকে চলে আসছেন!” এখানে কি পরোক্ষে কাশ্মীরের কথা বলতে চেয়েছেন গৌরব? তা নিয়ে জল্পনাও শুরু হয়।

তবে এই ভিডিয়ো ছড়িয়ে পড়তেই নেটাগরিকের একাংশ গৌরবের জয়জয়কার করছে। তবে আর এক দলের বক্তব্য, এমন সংবেদনশীল বিষয় নিয়ে এই পরিস্থিতিতে রসিকতা মোটেই ঠিক নয়।

Advertisement
আরও পড়ুন