Sudipa Chatterjee

‘ভুলটা ভুলই’, কী এমন করলেন সুদীপা! জনসমক্ষে ক্ষমা চাইতে হল তাঁকে?

বিতর্ক যেন তাঁর পিছু ছাড়ে না। কখনও সাজপোশাকের জন্য, কখনও তাঁর বক্তব্যের বিতর্ক। আবার ভিডিয়ো তৈরি করেও আলোচনার কেন্দ্রে উঠে আসেন সুদীপা চট্টোপাধ্যায়।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৫ জুন ২০২৫ ১৬:২৬
Sudipa Chatterjee got trolled for her mistake

কেন ক্ষমা চাইলেন সুদীপা? ছবি: সংগৃহীত।

তিনি কখন কী পোস্ট করছেন, কোথায় কী মন্তব্য করছেন— সব কিছু দর্শকের নখদর্পণে। সুদীপা চট্টোপাধ্যায়কে নিয়ে আলোচনার শেষ নেই সমাজমাধ্যমের পাতায়। কিছু দিন আগে ছেলে আদিদেব চট্টোপাধ্যায়কে নিয়ে হাজারদুয়ারি ঘুরতে গিয়েছিলেন সুদীপা। ছোট ছেলেকে নিয়ে মাঝে মাঝেই ঘুরতে যান তিনি। ঐতিহাসিক স্থান ঘুরে দেখতে ভালবাসেন সুদীপা। নানা ধরনের ছবিও পোস্ট করেন। সম্প্রতি হাজারদুয়ারি ঘোরার অভিজ্ঞতা সমাজমাধ্যমে ভাগ করে নিতে গিয়ে তিনি লিখে বসেন, ‘হাজারিবাগ’!

Advertisement

ব্যস! হইহই পড়ে যায় সমাজমাধ্যমে। অনেকেই নেতিবাচক মন্তব্য করেছেন। এক জন লিখেছেন, “আপনার থেকে এটা আশা করিনি।” আবার এক জনের মন্তব্য, “এই ভুল করলেন কী করে!” তবে নিজের ভুল স্বীকার করেছেন সুদীপা। আনন্দবাজার ডট কমকে তিনি বললেন, “ভুলটা ভুলই। তাই ক্ষমা চাইতে আমার কোনও দ্বিধা নেই। তবে আমার কাছে মানুষের এত প্রত্যাশা কেন, তা-ও বুঝি না। এত ‘আশা’ও করার প্রয়োজন নেই।”

অনিচ্ছাকৃত ভুলের জন্য দুঃখ প্রকাশ করলেও সুদীপা যে এ ধরনের সমালোচনায় বিরক্ত, তা প্রকাশ করেছেন। তিনি বলেন, “ক্ষমা চেয়েছি ভুলের জন্য। তার পরেও সমালোচনা চলছে! গর্দান নেওয়ার মতো কোনও ভুল আমি করিনি!” নিজের ইউটিউব চ্যানেলে রান্না, শাড়ির ব্যবসা নিয়েই ব্যস্ত থাকেন সুদীপা। নিয়মিত বিভিন্ন রান্নার ভিডিয়ো পোস্ট করেন। প্রাথমিক ভাবে বাংলাতেই রান্নার ভিডিয়ো পোস্ট করতেন। তার পর শুরু করেন হিন্দিতেও রান্নার ভিডিয়ো পোস্ট করা। তার পরও তাঁকে নিয়ে হয়েছে সমালোচনা।

Advertisement
আরও পড়ুন