Akshaya Tritiya 2025

লাখ ছুঁয়েছে সোনা! সুদীপার প্রতি বছরের নিয়ম কি অক্ষয় থাকবে এ বারের অক্ষয়তৃতীয়ায়?

সোনার গয়নার প্রতি সুদীপা চট্টোপাধ্যায়ের ভালবাসা ইন্ডাস্ট্রির সকলের প্রায় জানা। প্রতি দিন লাফিয়ে বাড়ছে সোনার দাম। প্রতি বছর অক্ষয়তৃতীয়ায় কি সোনা কেনেন তিনি?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১৮:১৭
Akshay Tritiya

অক্ষয়তৃতীয়ায় কী নিয়ম পালন করেন সুদীপা? ছবি: সংগৃহীত।

সোনার গয়নার প্রতি নিজের ভালবাসা প্রকাশ্যেই স্বীকার করেন সুদীপা চট্টোপাধ্যায়। এই সোনার জন্যই বহু বার তাঁকে সমালোচনার মুখেও পড়তে হয়েছে। এক বার বেফাঁস মন্তব্যের কারণে বিপুল টানাপড়েন হয়েছিল। সেই সোনার ভরিই এখন ছুঁয়েছে প্রায় ১ লক্ষ টাকা। এই অবস্থায় আসন্ন অক্ষয়তৃতীয়ায় কি সোনা কিনবেন সুদীপা?

Advertisement

আগামী ৩০ এপ্রিল অক্ষয়তৃতীয়া। এই দিন অনেকেই সোনা কিংবা রুপো কিনে থাকেন। এই বিশেষ দিনে কি সুদীপা কোনও নিয়ম পালন করেন? আনন্দবাজার ডট কমকে তিনি জানিয়েছেন, এই বিশেষ দিনে মা দুর্গার জন্য কিছু না কিছু কেনেন তিনি।

সুদীপা বললেন, “সোনার প্রতি ভালবাসা এই জীবনে আমার কমবে বলে মনে হচ্ছে না। আমাদের বাড়িতে তো বড় করে দুর্গাপুজো হয়। তাই এই অক্ষয়তৃতীয়ার দিনেই মায়ের জন্য আমি কিছু না কিছু কিনি। তবে সেটা যে সোনাই হতে হবে তেমন নয়। যে কোনও ধাতুর একটা জিনিস কিনলেই হল।” যদিও সোনার দাম লক্ষ টাকা হয়ে গিয়েছে বলে যে তিনি সোনার গয়না কিনবেন না, তেমনটা নয়। বিনিয়োগের জন্য সোনার চেয়ে সেরা কিছু হয় না, সেটাই সুদীপা মনে করেন। তিনি বলেন, “বিনিয়োগের জন্য সোনার চেয়ে ভাল কিছু হয় না। তবে এই বছর মা দুর্গার জন্য রুপোর কোশাকুশি কেনার ইচ্ছা রয়েছে। সোনার কিছু কিনব বলে ঠিক করিনি। কারণ, সারা ক্ষণই তো কিছু না কিছু বানাতে থাকি।”

কোনও সোনা বা রুপো কেনা নয়, এই দিন একটি বিশেষ নিয়ম পালন করেন সুদীপা। তিনি বললেন, “উত্তর কলকাতার পরিবারগুলোয় এ দিন একটা নিয়ম পালন করা হয়। শাঁখা, সিঁদুর যাতে অক্ষয় থাকে তাই অনেক বাড়ির সধবা মহিলারাই তাঁদের বিবাহিত ননদ বা জায়েদের সিঁদুর, আলতা, সঙ্গে একটু মিষ্টি দেন।” দক্ষিণ কলকাতায় নিজের শ্বশুরবাড়িতেও এই নিয়ম পালন করেন সুদীপা।

Advertisement
আরও পড়ুন