Suhana Khan

একলা ঘরে কান্নায় ভেঙে পড়েন সুহানা! সেই দিন কোন বিশেষ উপলব্ধি হয় তাঁর? মুখ খুললেন শাহরুখ-কন্যা

অভিনয়ে কন্যাকে অনবরত উৎসাহ দেন শাহরুখ খান। ‘কিং’ ছবির ‘যুদ্ধ’ যাতে মেয়ে নিখুঁত ভাবে যুঝতে পারে, সেই চেষ্টায় নাকি কোনও ত্রুটি রাখছেন না বাদশা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৫ জানুয়ারি ২০২৬ ১৬:৩৩
কেন একলা ঘরে কান্নায় ভেঙে পড়েছিলেন সুহানা?

কেন একলা ঘরে কান্নায় ভেঙে পড়েছিলেন সুহানা? ছবি: সংগৃহীত।

‘আর্চিজ়’ ছবিতে অভিনয় করে সফর শুরু করেছিলেন সুহানা খান। প্রথম ছবিতেই কটাক্ষের শিকার হয়েছিলেন তিনি। শাহরুখ-কন্যা হয়েও কী ভাবে এমন অভিনয়? প্রশ্ন তুলেছিলেন অনেকেই। কিন্তু সুহানার বক্তব্য, তিনি অভিনয়কে ভালবাসেন। অভিনয়টাই করতে চান। শাহরুখের ‘কিং’ ছবিতেও তাঁকে দেখা যাবে।

Advertisement

‘কিং’ ছবিতে অভিনয় করে প্রথম বড়পর্দায় আত্মপ্রকাশ সুহানার। কিন্তু একসময়ে মনের মতো চরিত্র না পেয়ে কান্নায় ভেঙে পড়েছিলেন সুহানা। সেই দিনই বুঝেছিলেন, তিনি অভিনয়কে কতটা ভালবাসেন।

শৈশব থেকেই স্কুলের নাটকে অভিনয় করেন সুহানা। একবার একটি নাটকে এক বিশেষ চরিত্রে অভিনয় করতে চেয়েছিলেন সুহানা। কিন্তু সেই চরিত্রে তিনি সুযোগ পাননি। অডিশন দিয়ে এবং বহু চেষ্টা করেও সেই নাটকে কোরাসের মধ্যে জায়গা পেয়েছিলেন তিনি। যার ফলে বেশ ভেঙে পড়েছিলেন তিনি। বন্ধ ঘরে কান্নাকাটি করেছিলেন। সুহানার কথায়, “আমি খুবই হতাশ হয়ে পড়েছিলাম। সেই সময়েই আমি বুঝতে পেরেছিলাম, মঞ্চে থাকার উত্তেজনা ও অভিনয় করতে আমি কতটা ভালবাসি।” অভিনয়ের ক্ষেত্রে তাঁর কৌতূহল ও নিষ্ঠা তাঁকে সবচেয়ে বেশি উৎসাহ দেয়।

অভিনয়ে কন্যাকে অনবরত উৎসাহ দেন শাহরুখ খান। ‘কিং’ ছবির ‘যুদ্ধ’ যাতে মেয়ে নিখুঁত ভাবে যুঝতে পারে, সেই চেষ্টায় নাকি কোনও ত্রুটি রাখছেন না বাদশা। খবর, শুটিং সেটকে পুরোপুরি প্রশিক্ষণকেন্দ্রের রূপ দিয়েছেন অভিনেতা। মেয়েকে অ্যাকশন দৃশ্যের প্রশিক্ষণ দিচ্ছেন নিজের হাতে। সুহানাও নাকি বাধ্য ছাত্রীর মতো সমস্ত কথা মেনে চলছেন।

Advertisement
আরও পড়ুন