Dhurandhar

‘ধুরন্ধর’ নিয়ে ধ্রুব রাঠীকে ‘ভুয়ো’ বলে পাল্টা কটাক্ষ! ছবির ঝলকে কাওয়ালি শুনে মুগ্ধ সুজয় ঘোষ

এই ছবির ঝলকে ব্যবহার করা একটা কাওয়ালি গান নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। ‘বরসাত কি রাত’ ছবিতে ‘না তো কারওয়াঁ কী তলাশ হ্যায়’ নামে একটি কাওয়ালি ছিল। মধুবালাকে দেখা গিয়েছিল এই গানে। সেই গানটিই পুনরায় ব্যবহার করা হয়েছে ‘ধুরন্ধর’ ছবিতে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৯ নভেম্বর ২০২৫ ১৮:০১
‘ধুরন্ধর’ বিতর্কে ধ্রুব রাঠীকে তোপ! কী বললেন সুজয় ঘোষ?

‘ধুরন্ধর’ বিতর্কে ধ্রুব রাঠীকে তোপ! কী বললেন সুজয় ঘোষ? ছবি: সংগৃহীত।

‘ধুরন্ধর’-এর ঝলক দেখে ক্ষোভ উগরে দিয়েছেন ধ্রুব রাঠী। নেটপ্রভাবীকে পাল্টা দিয়েছেন অভিনেতা রণবীর শোরে। রণবীর সিংহ অভিনীত ছবির পক্ষ নিয়েছেন পরিচালক সুজয় ঘোষও।

Advertisement

ছবির ঝলকে বেশ কিছু রক্তাক্ত দৃশ্য রয়েছে। এই দৃশ্যগুলিতেই আপত্তি ধ্রুবর। এমনকি, তিনি দৃশ্যগুলিকে জঙ্গিদের হত্যালীলার সঙ্গেও তুলনা করেছেন। এ বার ধ্রুব রাঠীকে খোঁচা দিয়ে রণবীর শোরে লিখেছেন, “বন্ধু, তুমি বেশির ভাগ ক্ষেত্রেই ভুল। কিন্তু এই ব্যাপারটাকে তুমি যে ভাবে নিজের কাজে পরিণত করে তুলেছ, তা আমার খুবই ভাল লাগে।” তার উত্তরে রণবীর শোরেকে পাল্টা ধ্রুব লেখেন, “অন্তত ‘বিগ বস্‌’-এ গিয়ে নকল ঝগড়া করি না।” এখানেও থামেনি তাঁদের তরজা। রণবীরের দাবি, ধ্রুব রাঠী এতটাই নকল ও ভুয়ো যে, তার সঙ্গে ‘বিগ বস্‌’-এর কোনও তুলনাই হয় না।

এই ছবির ঝলকে ব্যবহার করা একটা কাওয়ালি গান নিয়েও বিতর্ক তৈরি হয়েছে। ‘বরসাত কি রাত’ ছবিতে ‘না তো কারওয়াঁ কী তলাশ হ্যায়’ নামে একটি কাওয়ালি ছিল। মধুবালাকে দেখা গিয়েছিল এই গানে। সেই গানটিই পুনরায় ব্যবহার করা হয়েছে ‘ধুরন্ধর’ ছবিতে। কেন একটি পুরনো গানকে ব্যবহার করা হচ্ছে, তা নিয়ে প্রশ্ন ওঠে। এই বিতর্কে সুজয় ঘোষ তাঁর সমাজমাধ্যমে লেখেন, “‘ধুরন্ধর’ ছবির ঝলক অসাধারণ হয়েছে। আমার সব প্রিয় অভিনেতারা এই ছবিতে রয়েছে। আর ঝলকে যে গানটি শোনা গিয়েছে, তা সত্যিই ফাটাফাটি হয়েছে।”

উল্লেখ্য, আদিত্য ধর পরিচালিত এই ছবিতে অভিনয় করেছেন রণবীর সিংহ, অর্জুন রামপাল, অক্ষয় খন্না, সঞ্জয় দত্ত ও আর মাধবন।

Advertisement
আরও পড়ুন