Govinda-Sunita Ahuja Divorce Rumours

স্বামী গোবিন্দর ‘আহুজা’ পদবি ত্যাগ করলেন সুনীতা, বিয়ের ৩৭ বছর পর এমন সিদ্ধান্ত নিলেন কেন?

গত বছর থেকেই তাঁদের বিচ্ছেদের খবর সর্বত্র। এ বার স্বামীর ‘আহুজা’ পদবি ত্যাগ করলেন তারকা-পত্নী সুনীতা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১৪:৫১
Sunita Ahuja Drops Govinda Name Amid Divorce Rumours actor wife gave reason behind it

তবে কি গোবিন্দ-সুনীতার বিচ্ছেদ পাকা! ছবি: সংগৃহীত।

দীর্ঘ ৩৭ বছরের দাম্পত্য বলি অভিনেতা গোবিন্দ ও তাঁর স্ত্রী সুনীতা আহুজার। সুনীতা যে খুব সুখে ছিলেন তা নয়। তিনি সাফ জানান, বুকে পাথর রেখে তারকা-পত্নী হওয়া যায়। প্রথম জীবনে গোবিন্দ স্ত্রীকে লুকিয়ে রেখেছিলেন সকলের থেকে। ভেবেছিলেন, বিবাহিত নায়কের কথা জানতে পারলে খ্যাতি কমে যাবে! তবে বছর তিনেকের মাথায় সকলকে জানান তিনি বিবাহিত। সেও অনেকদিনের কথা। তার পর একসঙ্গে তিন দশক পার করে ফেলেছেন তাঁরা। যদিও গত বছর থেকেই তাঁদের বিচ্ছেদের খবর সর্বত্র। এ বার স্বামীর ‘আহুজা’ পদবি ত্যাগ করলেন তারকা-পত্নী।

Advertisement

সম্প্রতি সুনীতাকে স্বামীর পদবি ত্যাগ করার প্রসঙ্গে প্রশ্ন করা হলে তিনি সাফ বলেন, ‘‘আমার নাম-যশ চাই। জীবনে কে নাম-যশ চায় না!’’ শুধু যে আহুজা পদবি ত্যাগ করেছেন তাই নয়, সুনীতা তাঁর নামের ইংরেজি বানানের প্রথমে বাড়তি একটি ‘এস’ যোগ করছেছেন। সুনীতার দাবি, ‘‘আমি সংখ্যাতত্ত্বে বিশ্বাসী তাই আহুজা ত্যাগ করেছি। তবে আহুজা পদবিটা হয়তো আমার নামের পাশ থেকে সে দিনই সরবে, যে দিন আমার মৃত্যু হবে।’’ এই পরিবর্তন কি সুনীতাকে কাঙ্ক্ষিত যশ এনে দিতে পেরেছে? এই প্রসঙ্গে তিনি বলেন, ‘‘হ্যাঁ, নিশ্চয়ই! গোটা নেটপাড়া জুড়েই আমি। প্রায় প্রতিটি ভিডিয়ো ভাইরাল আমার।’’ কিন্তু আচমকা এই সিদ্ধান্ত? তবে কি তলায় তলায় বিচ্ছেদ হয়ে গিয়েছে সুনীতা-গোবিন্দর? যদিও এই প্রসঙ্গে তাঁর সাফ কথা, ‘‘যত ক্ষণ না আমি কিংবা গোবিন্দ কিছু বলছি তত ক্ষণ কারও কথায় বিশ্বাস করবেন না।’’

Advertisement
আরও পড়ুন