Priyanka Chopra at Golden Globe

গোল্ডেন গ্লোবের পুরস্কারের মঞ্চে সঞ্চালিকা প্রিয়ঙ্কা চোপড়া! সাজে এ বারও নজর কাড়লেন ‘দেশি গার্ল’

অস্কারের মঞ্চে কিছু দিন আগে সঞ্চালকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন বলিউডের দীপিকা পাড়ুকোন। এ বার প্রিয়ঙ্কা চোপড়াকে দেখা গেল হলিউডের আরও এক চলচ্চিত্র বিষয়ক পুরস্কার প্রদানের মঞ্চে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১২ জানুয়ারি ২০২৬ ১২:২৭

ছবি : সংগৃহীত।

আন্তর্জাতিক চলচ্চিত্রে অনেক আগেই নজর কেড়েছিলেন প্রিয়ঙ্কা চোপড়া। এ বার তাঁকে দেখা হলিউডের এক চলচ্চিত্রোৎসবের পুরস্কার প্রদানের মঞ্চেও। আর সেখানেও প্রিয়ঙ্কাকে দেখে মুগ্ধ না হয়ে পারল না দুনিয়া। সাজেগোজে , হাবেভাবে প্রিয়ঙ্কা বুঝিয়ে দিলেন কেন তিনি এখনও আলোচনার কেন্দ্র হতে পারেন।

Advertisement
গোল্ডেন গ্লোবের পুরস্কারের মঞ্চে নজর কাড়লেন প্রিয়ঙ্কা।

গোল্ডেন গ্লোবের পুরস্কারের মঞ্চে নজর কাড়লেন প্রিয়ঙ্কা।

আন্তর্জাতিক ক্ষেত্রে এবং হলিউডে অ্যাকাডেমি অ্যাওয়ার্ড বা অস্কারের পরেই গোল্ডেন গ্লোবের স্থান। সেই অনুষ্ঠানে হলিউডের দিকপাল অভিনেতাদের পাশে প্রিয়ঙ্কা চোপড়াকেও যে সঞ্চালনার জন্য ডাকা হচ্ছে, তা আগেই জানা গিয়েছিল। রবিবার গভীর রাতে (ভারতীয় সময়) যখন প্রিয়ঙ্কাকে স্বামী নিক জোনাসের হাত ধরে সেখানে পৌঁছোতে দেখা গেল তখন ফ্ল্যাশ বাল্বের ঝলকানি থামতে চাইছিল না। প্রিয়ঙ্কার গ্ল্যামারাস অথচ সংযত সাজের প্রশংসা হয়েছে ফ্যাশন দুনিয়াতেও।

স্বামী নিক জোনাসের সঙ্গে রেড কার্পেটে।

স্বামী নিক জোনাসের সঙ্গে রেড কার্পেটে।

গোল্ডেন গ্লোবের রেড কার্পেটে প্রিয়ঙ্কা পরেছিলেন একটি গাঢ় নীল রঙের স্ট্র্যাপলেস গাউন, যা বিলাস ব্র্যান্ড ডিয়র-এর ‘ওট কুচুয়’। কোনও বিলাসী ব্র্যান্ডের নামী পোশাকশিল্পী যখন কোনও পোশাক বহুমূল্য সামগ্রী দিয়ে বিশেষ ভাবে তৈরি করে, তখন তাকে বলা হয় ‘ওট কুচুয়’। এর আক্ষরিক অর্থ উচ্চমানের পোশাক।

প্রিয়ঙ্কার ওট কুচুয় গাউনটি তৈরি করেছেন খ্যাতনামী আইরিশ পোশাকশিল্পী জোনাথন অ্যান্ডারসন। গাউনের উপরের অংশটির কাঁধ উন্মুক্ত এবং বুক থেকে কোমরের উপর পর্যন্ত শরীরের সঙ্গে আঁটোসাঁটো। তার নীচে রয়েছে দুই স্তরের বেলুন স্কার্ট। একই সঙ্গে স্মার্টনেস এবং গ্ল্যামারের মেলবন্ধন ঘটেছে পোশাকে। কোমরে বাঁধা নীল রঙের একটি রিবন তাকে আরও আকর্যণীয় বানিয়েছে।

মনোনয়নের ঘোষণা করছেন প্রিয়ঙ্কা চোপড়া। সঙ্গে কে পপ তারকা লিসা।

মনোনয়নের ঘোষণা করছেন প্রিয়ঙ্কা চোপড়া। সঙ্গে কে পপ তারকা লিসা।

প্রিয়ঙ্কা ওই পোশাকের সঙ্গে পরেছেন বুগেরির একটি হীরের নেকলেস, যার লকেটটি নীলার। কানে পরেছেন নীলা বসানো ছোট দুল।

বছর কয়েক আগে আন্তর্জাতির সিনেমার পুরস্কারের মঞ্চে সঞ্চালকের ভূমিকায় অবতীর্ণ হয়েছিলেন বলিউডের দীপিকা পাড়ুকোন। ভারতীয় সিনেমা 'আরআরআর'-এর গানের অস্কার জয়ের ঘোষণা করতে ডাকা হয়েছিল তাঁকে। তবে প্রিয়ঙ্কা চোপড়াকে দেখা গেল হলিউডের সেরা পুরুষ অভিনেতাদের মনোনয়নের ঘোষণা করতে।

Advertisement
আরও পড়ুন