Karisma Kapoor

৩০ হাজার কোটির সম্পত্তি আত্মসাৎ করেছেন করিশ্মার সতীন? এ বার কোন তথ্য প্রকাশ্যে আনলেন প্রিয়া

করিশ্মার সন্তানদের দাবি, তারা বাবার সম্পত্তির ছিটেফোঁটাও পায়নি। অন্য দিকে, বর্তমান পুত্রবধূকে নিয়ে একগুচ্ছ অভিযোগ রয়েছে সঞ্জয়ের মায়েরও।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৬ ডিসেম্বর ২০২৫ ১৪:৩২
সঞ্জয়ের সম্পত্তি নিয়ে করিশ্মার সন্তানেদের দাবিতে পাল্টা কী জানালেন প্রিয়া?

সঞ্জয়ের সম্পত্তি নিয়ে করিশ্মার সন্তানেদের দাবিতে পাল্টা কী জানালেন প্রিয়া? ছবি: সংগৃহীত।

সঞ্জয় কপূরের সম্পত্তি নিয়ে আইনি লড়াই জারি। শিল্পপতির প্রাক্তন স্ত্রী করিশ্মা কপূর ও বর্তমান স্ত্রী প্রিয়া সচদেবের মধ্যে চলছে টানাপড়েন। এই লড়াইয়ে করিশ্মার সন্তানদের পাশে দাঁড়িয়েছেন সঞ্জয়ের মা রানি কপূর ও বোনেরা। তবে এ বার নয়া দাবি করলেন প্রিয়া। কী বললেন তিনি?

Advertisement

সঞ্জয়ের ৩০ হাজার কোটি টাকার সম্পত্তির মধ্যে করিশ্মার দুই সন্তান সমাইরা ও কিয়ানকে দেওয়া হয়েছে ১৯০০ কোটি টাকা, এমনই দাবি করেছেন প্রিয়ার আইনজীবী। যদিও করিশ্মার সন্তানদের দাবি, তারা বাবার সম্পত্তির ছিটেফোঁটাও পায়নি। শুধু তা-ই নয়, বর্তমান পুত্রবধূকে নিয়ে একগুচ্ছ অভিযোগ রয়েছে সঞ্জয়ের মায়েরও। সম্প্রতি প্রিয়া দিল্লি আদালতে জানান, তিনি করিশ্মার সন্তানদের প্রতি যাবতীয় দায়িত্ব পালন করেছেন, যেটা এতদিন সঞ্জয় করতেন। তিনি জানান, করিশ্মার সন্তানদের কলেজের মাইনে দেওয়া থেকে যাবতীয় খরচ তিনি বহন করছেন।

অন্য দিকে, সঞ্জয়ের মায়ের অভিযোগ প্রিয়া নাকি তাঁর ছেলের সম্পত্তি কেড়ে নিয়েছেন। তাঁদের একটা পয়সা পর্যন্ত দেননি বলে অভিযোগ শিল্পপতির মায়ের। সেই সঙ্গে সঞ্জয়ের সব সম্পত্তি বিদেশে স্থানান্তরিত করে দেওয়ার অভিযোগও তুলেছেন তিনি। সেই প্রেক্ষিতে প্রিয়া জানান, তিনি শাশুড়ির দেখভালের জন্য মাসিক ২১ লক্ষ টাকা দিচ্ছেন। সঞ্জয় বেঁচে থাকাকালীন যে টাকা দিতেন, সেটাই এখনও দিচ্ছেন প্রিয়া, দাবি তাঁর। স্বামী সঞ্জয়ের বাৎসরিক আয় ৬০ কোটি টাকা, এই দাবিকেও নস্যাৎ করেছেন তিনি।

Advertisement
আরও পড়ুন