সুস্মিতা সেনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে মিঠুন! শুটিংয়ের মাঝেই কেন বেরিয়ে যান অভিনেত্রী?

অভিনেত্রী সুস্মিতা সেনের জীবনে অন্যতম গুরুত্বপূর্ণ ছবিগুলির মধ্যে একটি ‘চিঙ্গারি’। এই ছবি নিয়ে ইন্ডাস্ট্রির অন্দরেও রয়েছে বিস্তর বিতর্ক।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ১৩ মে ২০২৫ ১৪:৪৭
Sushmita Sen Left The Set After Mithun Chakraborty Touched Her Inappropriately During A Scene

কড়া পদক্ষেপ সুস্মিতার। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

২০০৬ সালে মুক্তি পেয়েছিল অভিনেত্রী সুস্মিতা সেন এবং মিঠুন চক্রবর্তী অভিনীত ছবি ‘চিঙ্গারি’। এই ছবি মুক্তির পর থেকে দফায় দফায় বিভিন্ন বিষয় নিয়ে বিতর্কের সৃষ্টি হয়েছিল। কখনও মিঠুন-সুস্মিতার সম্পর্ক নিয়ে আলোচনা হয়েছিল। কখনও আবার ক্ষুব্ধ নায়িকা ছবির প্রচারে আসতেই রাজি হননি। তবে শোনা যায়, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয়ের পর মিঠুনের উপর বেজায় চটেছিলেন নায়িকা। ১৯ বছর পরেও সেই বিতর্ক নিয়ে দর্শকমনে আগ্রহের শেষ নেই।

Advertisement

কী ঘটেছিল ‘চিঙ্গারি’-র সেটে? সমাজমাধ্যমের পাতা ঘাঁটলে দেখা যাবে, চারিদিকে ছড়িয়ে সুস্মিতা এবং মিঠুনের সেই ঘনিষ্ঠ মুহূর্তের কয়েক সেকেন্ডের ভিডিয়ো অংশ। শোনা যায়, সেই দৃশ্যে অভিনয়ের পরই মেজাজ হারিয়ে সেট ছেড়ে বেরিয়ে যান সুস্মিতা! যদিও অনেকেই বলেন, এ সবই রটনা।

পর্দায় নায়ক-নায়িকার রোম্যান্সের উপর নির্ভর করে ছবির বাণিজ্য। ঘনিষ্ঠ দৃশ্য থাকলে তা নিয়ে আলোচনাও হয় বিপুল। তবে ক্যামেরার সামনে এমন দৃশ্যে অভিনয় করা বেশ কঠিন ব্যাপার। যে কোনও ছবিতে ক্যামেরার পিছনে যুক্ত থাকেন অনেকে। নায়ক বা নায়িকা যে দৃশ্যেই অভিনয় করুন না কেন, ক্যামেরার পিছনে অনেক মানুষ থাকেন। মিঠুনের সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে গিয়ে নাকি অস্বস্তিতে পড়েছিলেন সুস্মিতা। অশালীন ভাবে নাকি তাঁকে স্পর্শ করেছিলেন অভিনেতা। যার ফলে রেগে সেট ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন নায়িকা।

তবে এখন আর কোনও সমস্যা নেই তাঁদের মধ্যে। মিঠুন এবং সুস্মিতার সম্পর্ক বেশ বন্ধুত্বপূর্ণ।

Advertisement
আরও পড়ুন