Sweta Bhattacharjee

‘বিয়ের এক বছর হতে চলল, এখনও হানিমুনে যাওয়া হল না’, কোন আক্ষেপ ধরা পড়ল শ্বেতার গলায়?

আগামী ১৯ জানুয়ারি বিয়ের এক বছর পূর্ণ হবে। নতুন সংসারের সবটাই উপভোগ করছেন অভিনেত্রী শ্বেতা ভট্টাচার্য। কিন্তু কোন দুঃখের কথা বললেন অভিনেত্রী?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০৯ জানুয়ারি ২০২৬ ০৯:০০
ছুটির মধ্যেও কেন মনখারাপ শ্বেতার?

ছুটির মধ্যেও কেন মনখারাপ শ্বেতার? ছবি: সংগৃহীত।

প্রায় সাড়ে তিন মাস হল শেষ হয়েছে শ্বেতা ভট্টাচার্য অভিনীত ধারাবাহিক ‘কোন গোপনে মন ভেসেছে’। এই কয়েকটা দিন ছুটির মেজাজেই রয়েছেন অভিনেত্রী। কিন্তু এই সময়টা খুব একটা উপভোগ করতে পারছেন না তিনি। কারণ, স্বামী রুবেল দাস ব্যস্ত তাঁর ধারাবাহিকের শুটিং নিয়ে। তা হলে নতুন বছরেই কি কাজে ফিরবেন অভিনেত্রী? আগামী দিনে কী পরিকল্পনা রয়েছে তাঁর?

Advertisement

শ্বেতা বললেন, “আমি চাই, শ্যামলীকে আরও একটু ভুলে যাক সবাই। ওই সময়টুকু দেওয়া দরকার। বেশ কিছু সুযোগ এসেছিল আমার কাছে। কিন্তু এখনই কিছু শুরু করতে চাই না। নিজেকে বেশ কিছু দিন সময় দিতে চাইছি।” এর মধ্যে কিছুটা অসুস্থও ছিলেন অভিনেত্রীর মা, সে দিকেও নজর দিতে হচ্ছে। এই ১৯ জানুয়ারি এলে বিয়ের এক বছর পূর্ণ হবে। নতুন নতুন সংসারের সবটাই উপভোগ করছেন অভিনেত্রী।

শ্বেতা যোগ করেন, “বিয়ের প্রায় এক বছর হতে চলল, এখনও আমরা মধুচন্দ্রিমায় যেতে পারিনি। রুবেলের শুটিংয়ের খুব চাপ যাচ্ছে। এই একটাই এখন দুঃখ যে, আমি এখন ছুটি পেয়েছি। কিন্তু ওর ছুটি নেই। না হলে অন্য কিছু পরিকল্পনা করতে পারতাম। ও যদিও রবিবার করে ছুটি নেয়। কিন্তু এখন তো শুটিংয়ের চাপে রবিবারও ছুটি পাচ্ছে না রুবেল। তাই ওই জন্যই মনখারাপ। ও যদি ছুটি পেত তা হলে আরও উপভোগ করতে পারতাম।” এখনই ধারাবাহিকে ফিরবেন কি না তা নিশ্চিত কিছু জানাননি নায়িকা। আপাতত কিছু দিন চুটিয়ে সংসার করতে চান নায়িকা।

Advertisement
আরও পড়ুন