Taapsee Pannu

স্বামী-স্ত্রীর সংসারে এসে থাকছেন শ্বশুর-শাশুড়ি! বিদেশে তাপসী কেমন সংসার করছেন?

বিয়ে করে ডেনমার্কে থাকছেন অভিনেত্রী। তাঁদের সংসারে থাকা শুরু করেছেন তাপসীর শ্বশুর-শাশুড়িও। তাঁদের সঙ্গে কেমন আছেন অভিনেত্রী?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২২ অক্টোবর ২০২৫ ১৭:০৮
ম্যাথিয়াস-তাপসী কেমন আছেন?

ম্যাথিয়াস-তাপসী কেমন আছেন? ছবি: সংগৃহীত।

গত বছর ডেনমার্কের ব্যাডমিন্টন খেলোয়াড় ম্যাথিয়াস বো-কে বিয়ে করেন তাপসী পন্নু। বিয়ে করে ডেনমার্কেই থাকছেন অভিনেত্রী। তাঁদের সংসারে থাকা শুরু করেছেন তাপসীর শ্বশুর-শাশুড়িও। তাঁদের সঙ্গে কেমন আছেন অভিনেত্রী?

Advertisement

তাপসীর বিয়েতে ছিল না কোনও আতিশয্য। ব্যক্তিগত পরিসরেই বিয়েটা সেরেছিলেন তাঁরা। ডেনমার্কে প্রথমে তাপসী ও ম্যাথিয়াস একাই থাকতে শুরু করেছিলেন। কিন্তু তার পরে তাঁদের সঙ্গে থাকতে শুরু করেন ম্যাথিয়াসের বাবা ও মা। এই ইচ্ছা নাকি তাপসীরই। ভারতীয় পরিবারের মতো থাকতে চেয়েছিলেন অভিনেত্রী নিজেই। সম্প্রতি এক সাক্ষাৎকারে তাপসী বলেন, “ম্যাথিয়াসের বাবা-মা আমাদের সঙ্গে থাকছেন। এটা ড্যানিশদের কাছে খুব অদ্ভুত। কিন্তু ভারতীয়দের জন্য খুব স্বাভাবিক। ওঁরা বাড়ির এক তলায় রয়েছেন। ওঁদের আলাদা বসার ঘর, শোয়ার ঘর, সব রয়েছে। আমাদের সংসারে ভারতীয় এই সংস্কৃতিটা আমি নিয়ে আসতে পেরেছি।”

শ্বশুর-শাশুড়িকে নিজেদের কাছে এনে রাখতে চান, এই ইচ্ছার কথা ম্যাথিয়াসকে জানিয়েছিলেন তাপসী। তবে স্বামীকে রাজি করাতে বেশ বেগ পেতে হয় তাঁকে। অভিনেত্রী বলেছেন, “ওদের সংস্কৃতিতে এই বিষয়টা খুব স্বাভাবিক নয়। পূর্ণবয়স্ক বাচ্চাদের সঙ্গে থাকার কোনও চল নেই ড্যানিশ সংস্কৃতিতে। আসলে আমরা দু’জনই বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াই। তাই চেয়েছিলাম, বাড়ি ফিরে এলে যাতে কাউকে আমরা পাই। এই অনুভূতিটা খুব সুন্দর। একটা বাড়ি এই ভাবেই ঘর হয়ে ওঠে।”

২০২৪ এর ২৩ মার্চ উদয়পুরে বিয়ে করেছিলেন তাপসী ও ম্যাথিয়াস। বিয়ের আসরে ছিলেন পরিবারের ঘনিষ্ঠ আত্মীয় পরিজন। বলিউড থেকে উপস্থিত ছিলেন অনুরাগ কাশ্যপ, কণিকা ঢিঁলো, পল্লবী গুলাটি।

Advertisement
আরও পড়ুন