Tahira Kashyap Health Update

‘আবার ফিরে এসেছে!’ দ্বিতীয় বার ক্যানসারে আক্রান্ত তাহিরা কাশ্যপ, কী লিখলেন আয়ুষ্মান?

স্তন ক্যানসারে আক্রান্ত আয়ুষ্মান খুরানার স্ত্রী। চিকিৎসার পরে সুস্থও হয়ে উঠেছিলেন। ফের কর্কট রোগ বাসা বেঁধেছে শরীরে। সমাজমাধ্যমে জানালেন তাহিরা।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৭ এপ্রিল ২০২৫ ১৪:৪৯
স্ত্রী তাহিরার পাশে আয়ুষ্মান খুরানা।

স্ত্রী তাহিরার পাশে আয়ুষ্মান খুরানা। ছবি: সংগৃহীত।

২০১৮ থেকে ২০২৫, প্রথম বার স্তন ক্যানসারে আক্রান্ত হওয়ার পর কেটে গিয়েছে সাত বছর। নিয়মিত পরীক্ষার মধ্যেই ছিলেন তিনি। তার পরেও পুরোপুরি রোগমুক্তি ঘটল না তাহিরা কাশ্যপের। সোমবার সমাজমাধ্যমে আয়ুষ্মান খুরানার স্ত্রী লিখলেন, ‘আবার সে ফিরে এসেছে’। দ্বিতীয় বার স্তন ক্যানসারে আক্রান্ত তিনি। জানিয়েছেন, দ্বিতীয় বার লড়াইয়ের জন্যও প্রস্তুত। এ বারেও স্ত্রীকে পাশে থাকার আশ্বাস দিয়েছেন আয়ুষ্মান। মন্তব্য বাক্সে তাঁর বক্তব্য জ্বলজ্বল করছে, ‘দ্বিতীয় বারেও তোমার পাশে আছি।‘

Advertisement

অভিনেতা-পত্নী পেশায় লেখক ও চলচ্চিত্র নির্মাতা। প্রথম যখন কর্কট রোগ বাসা বেঁধেছিল তাঁর শরীরে, প্রত্যেক ধাপের অভিজ্ঞতা অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছিলেন তিনি। হয়তো নিজের মনের জোর বাড়ানোর জন্য। হয়তো বাকি যাঁরা ক্যানসার আক্রান্ত, তাঁদের মনে সাহস জোগাতে। এ বারেও তাহিরা মনের জোর বজায় রাখার ইঙ্গিত দিলেন। সমাজমাধ্যমে লিখেছেন, “আমি দ্বিতীয় বার ক্যানসারে আক্রান্ত।” তিনি যে একটুও ভেঙে পড়েননি, সে কথাও জানিয়েছেন। লিখেছেন, “গত সাত বছর ধরে নিয়মিত পরীক্ষার মধ্যে ছিলাম। তার পরেও ফের রোগ ফিরে এসেছে। আমি তার অস্তিত্ব টের পাচ্ছি। আমিও আবার লড়াই করব।”

নিজের জীবন প্রসঙ্গে লিখতে বসে তাহিরার লেখকসত্তা প্রকাশ্যে। জীবন তাঁর পরীক্ষা নিচ্ছে। তিনিও ধৈর্য ধরে তার উত্তর দিচ্ছেন, এমনই দাবি তাঁর। অভিনেতা-পত্নী লিখেছেন, “জীবন যখন প্রথম একটি লেবু ছুড়ে দেয় আপনি সেই লেবু দিয়ে লেমোনেড বানান। দ্বিতীয় বার একই কাণ্ড ঘটলে আপনি আর মিষ্টি লেমোনেড নয়, এ বার খাট্টা কোলা বানাবেন। যার টকমিষ্টি স্বাদ আজীবন থেকে যাবে আপনার মনে। এ ভাবেই জীবনের প্রতিটি পরীক্ষার ধৈর্য ধরে উত্তর দেব এবং উতরে যাব।”

Advertisement
আরও পড়ুন