Mahakumbh 2025

‘জল খুব নোংরা, একটা ডুবই যথেষ্ট’, মহাকুম্ভে ভিডিয়ো করে কটাক্ষের শিকার কাজলের বোন

পুণ্যস্নানের সময় গেরুয়া শাড়ি পরে জলে নেমেছিলেন তানিশা। শাড়ির আঁচল দুলিয়ে ছবি তোলেন অভিনেত্রী। কিন্তু মাত্র এক ডুবের বেশি পারবেন না, সাফ জানিয়ে দেন কাজলের বোন।

Advertisement
আনন্দবাজার অনলাইন ডেস্ক
শেষ আপডেট: ০৬ ফেব্রুয়ারি ২০২৫ ১৪:৫৪
মহাকুম্ভে তানিশার পুন্যস্নান।

মহাকুম্ভে তানিশার পুন্যস্নান। ছবি: সংগৃহীত।

বলিউডের তারকা থেকে বিদেশি ভক্ত— মহাকুম্ভ উপলক্ষে প্রয়াগরাজে ত্রিবেণী সঙ্গমে স্নান করছেন কোটি কোটি মানুষ। প্রায় প্রত্যেকেই পুণ্যস্নানের সময়ে ছবি ও ভিডিয়ো করেছেন। সে বাংলার তারকা সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় থেকে ‘কোল্ডপ্লে’-এর গায়ক ক্রিস মার্টিন কিংবা পুনম পাণ্ডে— সকলেই গা ভাসিয়েছেন একই ধারায়। সকলেই কুম্ভস্নানের ছবি দিয়েছেন নিজের সমাজমাধ্যমের পাতায়। সম্প্রতি নিজের বেশ কিছু বন্ধুকে সঙ্গে নিয়ে মহাকুম্ভে যান তনুজা-কন্যা তানিশা মুখোপাধ্যায়। মহাকুম্ভ যাওয়ার সময় থেকেই নানা মুহূর্তের টুকরো ভিডিয়ো তুলে ধরেছেন সমাজমাধ্যমের পাতায়। কিন্তু গঙ্গায় ডুব দিতে আপত্তি তাঁর।

Advertisement

পুণ্যস্নানের সময় গেরুয়া শাড়ি পরে জলে নামেন তানিশা। শাড়ির আঁচল দুলিয়ে নানা ভঙ্গিতে ছবি তোলেন। কখনও মুখে জল ছেটান, কখনও জলে নেমে বন্ধুদের সঙ্গে মানবশৃঙ্খল তৈরি করেন। অভিনেত্রী চেয়েছিলেন প্রতিটা মুহূর্তে ভিডিয়ো ক্যামেরাবন্দি করতে। যখন বিভিন্ন ভঙ্গিমায় ছবি তুলছিলেন তানিশা, সেই সময় তাঁকে গঙ্গায় আরও একবার ডুব দিতে বলেন ক্যামেরার নেপথ্যে থাকা সহযোগী। তাতেই তানিশা বলেন, ‘‘বড্ড নোংরা, একটা ডুবই ঠিক আছে।’’ ভিডিয়োতে ছড়িয়ে পড়ে এই কথা। তানিশার এই মন্তব্য শুনে সমালোচনার ঝড় নেটপাড়ায়। কেউ বলেছেন, ‘‘পুণ্য করতে গিয়েছেন, না কি সিনেমা করতে!’’ কেউ আবার আরও ধারালো ভাবে বলেন, ‘‘ভক্তির নামে নিজের প্রচার করতে যাচ্ছে। নিজেদের বিখ্যাত করার ধান্দা।’’ যদিও এই প্রসঙ্গে এখনও পর্যন্ত তানিশার তরফে পাল্টা কোনও মন্তব্য করা হয়নি।

Advertisement
আরও পড়ুন