Single actresses of Bollywood

জীবনে অসংখ্য পুরুষ, নেই একাকিত্ব! তবু সারা জীবনই একাকী বলিউডের এই পাঁচ নারী

কেউ সময়কে বুড়ো আঙুল দেখিয়ে নির্দিষ্ট বয়স পেরিয়ে বিয়ে করছেন। কেউ আবার ছক ভেঙে থেকে গিয়েছেন একাকী। তবু তাঁরা একাকিত্বে ভোগেন না।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৫ এপ্রিল ২০২৫ ১৭:১৮
These five Bollywood actresses stayed unmarried and unbothered

একাকী থেকে গিয়েছেন রেখা এবং সুস্মিতা। ছবি: সংগৃহীত।

২০-র কোঠা পেরোলেই মহিলাদের শুনতে হয়, ‘বিয়েটা কবে হচ্ছে?’ তবে যুগ বদলেছে। ছক ভাঙছেন মহিলারা। কেউ সময়কে বুড়ো আঙুল দেখিয়ে নির্দিষ্ট বয়সের বাইরে গিয়ে বিয়ে করছেন। কেউ আবার ছক ভেঙে থেকে গিয়েছেন একাকী। তবু তাঁরা একাকিত্বে ভোগেন না। বরং সদর্পে বুঝিয়ে দিয়েছেন, মহিলারা একা ভালই থাকতে পারেন। দেখে নেওয়া যাক বলিউডের এই একাকী ও সাহসী মহিলাদের। জেনে নেওয়া যাক এমন সাহসী সিদ্ধান্তের নেপথ্যের কারণও।

Advertisement

১) প্রথমেই উঠে আসে সুস্মিতা সেনের নাম। রণদীপ হুডা, মিলিন্দ সোমান, বিক্রম ভট্ট, ললিত মোদী-সহ বহু পুরুষের সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন তিনি। সব শেষে কাশ্মীরি মডেল রোহমান শলের সঙ্গে দীর্ঘ দিন একত্রবাস করেছেন। বন্ধুত্ব রাখলেও সম্পর্ক টেকেনি তাঁদের। বিয়ে এখনও করেননি সুস্মিতা। তবে দুই কন্যাসন্তানকে দত্তক নিয়েছিলেন অল্প বয়সেই। তাঁদের সঙ্গে ভালই আছেন অভিনেত্রী। বহু নারীকে অনুপ্রাণিতও করেছেন সুস্মিতা।

২) বলিউডের আর এক শক্তিশালী অভিনেত্রী তব্বু। বয়স তাঁর কাছে সংখ্যা মাত্র। এখনও তাঁর রূপ ও ব্যক্তিত্বের কাছে কুপোকাত অনেকেই। ৩০ বছর বলিউডে কাটিয়ে ফেলেছেন। সম্পর্কের গুঞ্জনও রয়েছে। কিন্তু ঘোষিত সম্পর্কে কখনওই থাকতে দেখা যায়নি তব্বুকে। ৫২ বছর বয়সি অভিনেত্রী সাক্ষাৎকারে বলেছেন, “একাকী বিষয়টা আমি নেতিবাচক হিসেবে দেখি না। শুধু সম্পর্ক নয়। সুখ আসতে পারে বহু জায়গা থেকে। কখনও একা লাগলে সেটা নিজে সামলে ওঠা যায়। কিন্তু ভুল সঙ্গীর সঙ্গে সারা জীবন কাটানো আরও যন্ত্রণাদায়ক।”

৩) কেরিয়ারের শুরুতে ঝড় তুলেছিলেন অমিশা পটেল। তাঁর শিক্ষাগত যোগ্যতাও আলোচনায় উঠে এসেছে বার বার। কিন্তু এক সময় বলিউডের সঙ্গে বেড়েছে তাঁর দূরত্ব। বেশ কয়েকটি সম্পর্কেও জড়িয়েছেন। তবু তিনি একাকী। বিয়ে না করেও দিব্যি আছেন অভিনেত্রী। বছর খানেক আগে ‘গদর ২’ ছবিতেও নজর কেড়েছিলেন তিনি।

৪) ‘রকস্টার’ ছবিতে রণবীর কপূরের সঙ্গে তাঁর রসায়ন সাড়া ফেলেছিল। পর্দার বাইরেও রণবীরের সঙ্গে তাঁর রসায়ন নিয়ে আলোচনা হয়েছে। একটা সময়ে উদয় চোপড়ার সঙ্গে সম্পর্কে থেকেছেন তিনি। কিন্তু ভেঙে যায় সেই সম্পর্ক। তার পর একা থাকার সিদ্ধান্তই নেন নার্গিস ফকরি।

৫) তিনি বিয়ে করেছিলেন। কিন্তু একাকিনী সাহসিনীদের তালিকায় তাঁর নাম বাদ দেওয়া যায় না। ১৯৯০ সালে উদ্যোগপতি মুকেশ আগরওয়ালকে বিয়ে করেছিলেন। বিয়ের সাত মাসের মাথায় মুকেশ আত্মঘাতী হন। তার পরে একাই থেকে গিয়েছেন রেখা। তবে মনে মনে তিনি নাকি অমিতাভ বচ্চনকেই ভালবেসেছেন। আর বিয়ের পথে যাননি তিনি। যদিও সাজের অংশ হিসেবে সিঁথিতে সিঁদুর পরেন রেখা।

Advertisement
আরও পড়ুন