Koel Mallick's Birthday

স্কুলে যাওয়ার আগে উদ্‌যাপনের তোড়জোড়! কবীর আমায় জন্মদিনে সেরা উপহারটা দিয়েছে: কোয়েল

মেয়ে হওয়ার পর এটাই তাঁর প্রথম জন্মদিন। ২৮ এপ্রিল প্রিয় নায়িকার জন্মদিনে তাঁর অনুরাগীরা নিজেদের মতো করে বিশেষ দিনটা পালন করেন। কিন্তু কোয়েল মল্লিক নিজের জন্মদিন ঠিক কী ভাবে পালন করবেন?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৮ এপ্রিল ২০২৫ ১১:৩৭
কী ভাবে জন্মদিন পালন করবেন কোয়েল মল্লিক?

কী ভাবে জন্মদিন পালন করবেন কোয়েল মল্লিক? ছবি: সংগৃহীত।

দুই ছেলেমেয়েকে নিয়ে তাঁর এখন ভরা সংসার। সদ্য মেয়ের মা হয়েছেন। তাই এই বছরের জন্মদিনটা আরও অন্য রকম অভিনেত্রী কোয়েল মল্লিকের কাছে। সকাল থেকে বাড়িতে ব্যস্ততা চলছে। জন্মদিনেও ছেলেকে স্কুলে পাঠিয়েছেন। কিন্তু ছেলে কবীরের মন সেই বাড়িতেই পড়ে। কী ভাবে মায়ের জন্মদিনটা আরও বিশেষ করে তোলা যায়, সর্ব ক্ষণ এটাই চলছে তার মনে। জন্মদিনের সকালে হাসতে হাসতে সে কথাই আনন্দবাজার ডট কমকে জানালেন ‘বার্থডে গার্ল’। রবিবার রাত থেকেই বাড়িতে তোড়জোড় চলছে। এখন তাঁর দুই বাড়ি। নিজের সংসার তো আছেই। সেই সঙ্গে তাঁর মা-বাবাও রয়েছেন। তাই এই দিনটা দুই বাড়ি মিলিয়েই কাটবে কোয়েলের।

Advertisement

আভিনেত্রী বললেন, “কবীরের থেকে সেরা উপহারটা পেয়েছি। রবিবার রাতে আমার সামনে বসে নিজের হাতে একটা কার্ড তৈরি করেছে।” সেই কার্ড জন্মদিনের সকালে হাতে পেয়ে খুব খুশি নায়িকা। কোয়েল বললেন, “রবিবার রাতে কার্ডটা তৈরি করতে করতে কবীর বলছিল, এটাই জন্মদিনে আমায় সারপ্রাইজ় দেবে। তাই সকালে উঠে উপহার পেয়ে দেখাতে হয়েছে, কতটা অবাক আমি।”

নায়িকার জন্মদিনে প্রতি বছরই পায়েস রান্না করেন তাঁর মা।

স্বামী নিসপাল সিংহ, ছেলে কবীরের সঙ্গে কোয়েল মল্লিক।

স্বামী নিসপাল সিংহ, ছেলে কবীরের সঙ্গে কোয়েল মল্লিক। ছবি: সংগৃহীত।

কোয়েল বললেন, “যাব মা-বাবার সঙ্গে দেখা করতে। স্কুল থেকে ফিরে কবীরও উদ্‌যাপন করতে চায় আমার জন্মদিন। তাই রাতে মা-বাবা আসবেন। একসঙ্গে খাওয়াদাওয়া হবে।” এত কিছুর মাঝে মেয়েকেও সময়ে সময়ে খাওয়াতে হচ্ছে অভিনেত্রীকে। প্রতি দিন ভাই-বোনের বন্ধুত্ব আরও গভীর হচ্ছে। এত দিন খেলনার মতো করেই বোনকে আদর করত কবীর। এখন দু’জনেই আর একটু বড়। অন্যান্য দিনের মতো তাই জন্মদিনটা সন্তান, মা-বাবা, স্বামীর সঙ্গে আনন্দে কাটাবেন অভিনেত্রী।

Advertisement
আরও পড়ুন