২০২৫ সালে কাদের সংসারে ধরল চিড়? গ্রাফিক: আনন্দবাজার ডট কম।
কখনও তৃতীয় ব্যক্তির আগমন, কখনও বা বনিবনার অভাব— নানা কারণে ২০২৫ সালে ভেঙেছে বেশ কয়েকটি সম্পর্ক। টলিপাড়ার কোন কোন তারকা বিচ্ছেদের পথে হাঁটলেন?
অঙ্কিতা ও প্রান্তিক: বিয়ের আগে ১২ বছরের বন্ধুত্ব। ২০২২ সালে বন্ধুদের সঙ্গে পাহাড়ে ঘুরতে গিয়েছিলেন। সেখানেই হঠাৎ বিয়ে সারেন প্রান্তিক বন্দ্যোপাধ্যায় এবং অঙ্কিতা চক্রবর্তী। অঙ্কিতা ও প্রান্তিক দু’জনেই ছোটপর্দার অভিনেতা। অঙ্কিতা ঘরে ঘরে জনপ্রিয় হয়ে ওঠেন ‘ইষ্টি কুটুম’ ধারাবাহিকে মুনের চরিত্রে অভিনয় করে। তার পরে বাংলা টেলিভিশনে বেশ কিছু ধারাবাহিকে কাজ করেছেন তিনি। সিনেমাও করেছেন। কিন্তু ‘ইষ্টি কুটুম’-এর জনপ্রিয়তাকে কিছুই ছাপিয়ে যেতে পারেনি। অঙ্কিতার স্বামী প্রান্তিক ছোটপর্দার পাশপাশি বড়পর্দায়ও বেশ কিছু কাজ করেছেন। অভিনয়ের সূত্রেই বন্ধুত্ব তাঁদের। তার পরে বিয়ে। যদিও হিন্দুশাস্ত্র মতে বিয়ে করেননি তাঁরা। বৈদিক মতে বিয়ে সেরেছিলেন। তিন বছর পরে বৈবাহিক সম্পর্ক থেকে বেরিয়ে আসার সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা, জানিয়েছেন প্রান্তিক। যদিও, প্রান্তিক যে বিচ্ছেদ নিয়ে কিছু প্রকাশ্যে বলেছেন তা প্রথমে জানতেন না অঙ্কিতা। অভিনেত্রী আপাতত মুম্বইয়ে। প্রান্তিক রয়েছেন কলকাতায়। বিচ্ছেদের প্রসঙ্গে অঙ্কিতা জানান, ব্যক্তিগত বিষয় ব্যক্তিগতই রাখতে চান।
প্রান্তিক বন্দ্যোপাধ্যায় এবং অঙ্কিতা চক্রবর্তী। ছবি: সংগৃহীত।
শ্রীনন্দা ও গেব: বছরের শেষে বিয়ে ভাঙার কথা নিজেই জানান নৃত্যশিল্পী-অভিনেত্রী তথা নেটপ্রভাবী শ্রীনন্দা শঙ্কর। গেব সাতারওয়ালার সঙ্গে ১৬ বছরের দাম্পত্যে ইতি টানার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। শ্রীনন্দা বাংলার খ্যাতনামী শঙ্কর পরিবারের মেয়ে। নৃত্যশিল্পী উদয়শঙ্করের নাতনি। শ্রীনন্দা মডেলিং করতেন। এ ছাড়াও ‘বসু পরিবার’, ‘এক যে ছিল রাজা’-র মতো বেশ কিছু বাংলা ছবিতে অভিনয় করছেন। যদিও শ্রীনন্দা বিয়ের পর থেকেই মুম্বইয়ে সংসার পাতেন। তবে স্বামীকে নিয়ে এত বছরের সংসারে চিড় ধরেছে। সমাজমাধ্যমে বিচ্ছেদের আনুষ্ঠানিক ঘোষণা করেন তিনি। শ্রীনন্দা জানান, বিচ্ছেদ আগেই হয়েছিল, তবে আনুষ্ঠানিক ঘোষণা করলেন পরে। যদিও শ্রীনন্দার ব্লগে প্রায়ই দেখা যেত গেব ও তাঁর বাড়ির লোকজনকে। বিচ্ছেদের পোস্টে অবশ্য শ্রীনন্দা জানান, সমাজমাধ্যমের পাতায় যা দেখা যায়, সবটা সত্যি হয় না।
গেব সাতারওয়ালা এবং শ্রীনন্দা শঙ্কর। ছবি: সংগৃহীত।
শ্রীপর্ণা ও শুভদীপ: ছোটপর্দার জনপ্রিয় নায়িকা ছিলেন শ্রীপর্ণা রায়। একের পর এক ধারাবাহিকে কাজ করেছেন একসময়। ধারাবাহিকের নায়িকা হয়েও সে ভাবে কারও সঙ্গে প্রেমের গুঞ্জন শোনা যায়নি তাঁর। ছোট থেকেই নাকি ইচ্ছে ছিল, চিকিৎসক পাত্রকে বিয়ে করবেন। একটি ‘ম্যাট্রিমনি সাইট’ থেকে বাছাই করে চিকিৎসক পাত্রের সঙ্গে ধুমধাম করে বিয়ে হয় তাঁর। কিন্তু, বিয়ের দু’বছর যেতে না যেতেই তাল কাটে। অভিনয় থেকে মাঝে বিরতি নিয়েছিলেন শ্রীপর্ণা। কিন্তু ব্যক্তিগত জীবনে ধাক্কার পরে ফের টেলিভিশনে ফিরেছেন অভিনেত্রী। যদিও কী কারণে বিচ্ছেদ হয়, তা কখনও প্রকাশ্যে আনেননি অভিনেত্রী। এমনকি, এই মুহূর্তে তাঁদের আইনি বিচ্ছেদ হয়েছে না কি শুধুই আলাদা থাকছেন তাঁরা, সে নিয়েও ধোঁয়াশা রয়েছে। সদ্য মুক্তিপ্রাপ্ত ‘প্রজাপতি ২’ ছবিতে দেখা গিয়েছে শ্রীপর্ণাকে।
শুভদীপ ভট্টাচার্য এবং শ্রীপর্ণা রায়। ছবি: সংগৃহীত।
সুস্মিতা ও সব্যসাচী: অভিনেত্রী সুস্মিতা রায় ও তাঁর সাংবাদিক স্বামীর বিচ্ছেদ নিয়েও চলতি বছরে আলোচনা হয়েছিল বিস্তর। সুস্মিতা সুন্দরবনের মেয়ে। লড়াই তাঁর জীবন জুড়ে। ছোটপর্দায় নিজের পরিচিতি তৈরি করা খুব সহজ ছিল না তাঁর পক্ষে। বহু ঝড়ঝাপটা পেরিয়ে বাংলা টেলিভিশনে নিজের পায়ের তলার মাটি শক্ত করেন। তার পরে সব্যসাচীর সঙ্গে বিয়ে। সুখেই চলছিল সংসার। কিন্তু, বছরকয়েক আগে সেই দাম্পত্যে চিড় ধরে। বিচ্ছেদ ঘোষণা করেন তাঁরা। আলাদা থাকতেন দু’জনে। মাঝে ভুল বোঝাবুঝি মিটিয়ে ফের কাছাকাছি আসেন যুগলে। কিন্তু, চলতি বছরের জুলাই মাসে সুস্মিতার জন্মদিনেই বিচ্ছেদের কথা ঘোষণা করেন দম্পতি। বিচ্ছেদের পরে নতুন ব্যবসা শুরু করেছেন সুস্মিতা। তবে এই মুহূর্তে তাঁরা আইনি বিচ্ছেদের পথে হেঁটেছেন কি না, তা নিয়ে খানিক ধোঁয়াশা রয়েছে।
সুস্মিতা রায় এবং সব্যসাচী চক্রবর্তী। ছবি: সংগৃহীত।
দীপ্সিতা ও কৌশিক: ‘আলো ছায়া’ ধারাবাহিকের সেটে দীপ্সিতা মিত্র ও কৌশিক চক্রবর্তীর সম্পর্কের শুরু। দু’জনেই ছোটপর্দার অভিনেতা। খুব অল্প দিনের প্রেমপর্বের পরেই বিয়ের সিদ্ধান্ত নেন তাঁরা। ২০২২ সালের ২ ফেব্রুয়ারি বিয়ে করেন তাঁরা। ধুমধাম করে বিয়ে হয় তাঁদের। কিন্তু তিন বছরের মাথায় ছন্দপতন। আলাদা হওয়ার সিদ্ধান্ত নেন দীপ্সিতা ও কৌশিক। শোনা যায়, কৌশিককে নাকি না জানিয়েই বিচ্ছেদের কথা সমাজমাধ্যমে জানান দীপ্সিতা। কী কারণে সম্পর্কে চিড়, তা যদিও অজানা।
দীপ্সিতা মিত্র এবং কৌশিক চক্রবর্তী।