Tollywood Gossip

প্রেমিকের নাম ‘ট্যাটু’ করিয়ে নায়িকা মহাফাঁপরে! মুছতে গিয়ে শেষে কী কাণ্ড করেছিলেন অভিনেত্রী?

স্টুডিয়োপাড়ার এক অভিজ্ঞ অভিনেত্রী প্রেমে পড়ে যা কাণ্ড ঘটিয়েছিলেন, তা নিয়ে নাকি এখনও আলোচনা চলে। শোনা যায়, প্রেমে পড়লে সেই নায়িকার নাকি দিগ্বিদিক খেয়াল থাকে না!

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২৯ নভেম্বর ২০২৫ ১৮:১০
Tollywood gossip an actress felt guilty for inking her boyfriend’s name

—প্রতীকী চিত্র।

কথায় আছে, যা রটে তার কিছু তো বটে। টলিপাড়ার অন্দরে কখন যে কী ঘটে, তার কোনও ঠিক নেই। এই প্রেম গড়ে, এই কারও প্রেম ভাঙে। টলিপাড়ার অন্দরে কান পাতলে কখনও শোনা যায়, প্রেম রাখতে কোন নায়ক কী করলেন? প্রেম ভাঙায় কোন নায়িকা অবসাদগ্রস্ত হয়ে পড়লেন। এখন টলিপাড়ায় নতুন গুঞ্জন।

Advertisement

স্টুডিয়োপাড়ার এক অভিজ্ঞ অভিনেত্রী প্রেমে পড়ে যে কাণ্ড ঘটিয়েছিলেন, তা নিয়ে নাকি এখনও আলোচনা চলে। শোনা যায়, প্রেমে পড়লে নায়িকার নাকি দিগ্বিদিক খেয়াল থাকে না! কয়েক বছর আগে এমনই একজনকে নাকি তিনি এতটাই ভালবেসে ফেলেছিলেন যে, প্রেমিকের নাম বুকে খোদাই করতে দ্বিতীয় বার ভাবেননি। প্রকাশ্যে নিজেদের মেলামেশার ছবি দিলেও সম্পর্কের কথা কোনও দিনই স্বীকার করেননি তাঁরা। যদিও এর আগে নায়িকার একাধিক প্রেম নিয়ে টলিপাড়ায় চর্চা হয়েছে।

শোনা যাচ্ছে, সেই প্রেমও টেকেনি অভিনেত্রীর। যার ফলে এখন নাকি তাঁর মনে হয়েছে, ‘ট্যাটু’ করিয়ে ভুল করেছিলেন। সেই ট্যাটু মোছার জন্য তিনি মরিয়া হয়ে ওঠেন। কিন্তু ঘনিষ্ঠদের সঙ্গে আলোচনা করে জানতে পেরেছেন, ‘ট্যাটু’ নাকি পুরোপুরি মুছে ফেলা সম্ভব নয়। তাই অভিনেত্রী সেই ‘ট্যাটু’র উপরে অন্য কারুকার্য করেছেন। তবে শোনা যায়, টলিপাড়ার এক জন নায়িকা নন, এই কাজ করেছেন দু’জন নায়িকা।

Advertisement
আরও পড়ুন