Tota Roy Choudhry At Bollywood

ভাগ্যের হাতে জীবন সঁপেছি, অহমদাবাদ দুর্ঘটনার পাঁচ দিন পরে এয়ার ইন্ডিয়ার বিমানেই টোটা!

আকাশপথে উড়তে ভয় করেনি? প্রশ্ন ছিল আনন্দবাজার ডট কমের। সহযাত্রীদের মুখে ভয় দেখেছিলেন টোটা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৭ জুন ২০২৫ ১৮:১১
ওয়ার ইন্ডিয়া বিমান ধরার আগে টোটা রায়চৌধুরী। দ্বিতীয়টি হিন্দি ছবির সেট থেকে।

ওয়ার ইন্ডিয়া বিমান ধরার আগে টোটা রায়চৌধুরী। দ্বিতীয়টি হিন্দি ছবির সেট থেকে। ছবি: ফেসবুক।

টোটা রায়চৌধুরী ইদানীং কলকাতা-মুম্বইয়ের নিত্যযাত্রী। কখন বাংলায় থাকেন, কখন বলিউডে, জানতে পারেন না কেউ! মঙ্গলবারের কথাই ধরুন। অহমদাবাদ বিমান দুর্ঘটনার পর মাত্র পাঁচ দিন পেরিয়েছে। তার মধ্যেই এয়ার ইন্ডিয়ার বিমানে চেপে বলিউড উড়ে গেলেন অভিনেতা। খবর, একটি হিন্দি ছবি আর একটি হিন্দি ওয়েব সিরিজ় টোটার ঝুলিতে। তাই গন্তব্য মায়ানগরী। ভয় করল না? জানতে চেয়েছিল আনন্দবাজার ডট কম। “ভাগ্যে যা থাকবে সেটা ঘটবেই। আপনি-আমি কেউ আটকাতে পারব না। তাই ভয় পাইনি।”

Advertisement

টোটার এত কিসের তাড়া যে বিমান দুর্ঘটনার রেশ কাটার আগেই তড়িঘড়ি মুম্বই দৌড়লেন?

“জীবন তো জীবনের মতো চলবেই। কোনও কিছু থেমে থাকে?”, হেসে সাবধানী জবাব অভিনেতার। এ দিকে ঘনিষ্ঠ সূত্রের খবর, টোটার আগামী হিন্দি ছবির শেষ পর্যায়ের শুটিং শুরু হবে। সেই কারণে বলিউডে তিনি। মার্চে শুটিংয়ের একটি ছবি ভাগ করেছিলেন। সেই ছবিতে দেখা গিয়েছে, পুরো বাঙালি বেশে টোটা। মটকার কুর্তা-পাঞ্জাবি আর জিন্স পরনে তাঁর। তিনি কি বাঙালি চরিত্রে অভিনয় করছেন? অভিনেতার মুখে কুলুপ। জানা গিয়েছে, টানা এক সপ্তাহ শুটিং করলেই ছবির কাজ শেষ হবে। তার পরেই তিনি ওয়েব সিরিজ় নিয়ে ব্যস্ত হয়ে পড়বেন। ইতিহাস-আশ্রিত বিষয় নিয়ে তৈরি হবে সিরিজ়টি।

এ দিন সকাল সকাল একটি ছবি দিয়েছিলেন টোটা। বিমানে চাপার আগের মুহূর্তে। আকাশপথে থাকার কারণে ফোনে পাওয়া যায়নি তাঁকে। ধরাছোঁয়ার মধ্যে আসতেই প্রথম প্রশ্ন ছিল, এয়ার ইন্ডিয়ার বিমানেই চাপলেন নাকি? ফোনের ও পারে হাসি। টোটা জানালেন, তিনি ভয় না পেলেও কিছু সহযাত্রী ভয়ে ছিলেন। সেটা তাঁদের মুখচোখে স্পষ্ট। “বিমানের ভিতরে পা রেখে দেখি, বাকিরা কেমন যেন সঙ্কুচিত। বুঝলাম, ওঁরা শঙ্কামুক্ত হতে পারছেন না।” বিমানসেবিকারাও যেন আরও বেশি সজাগ, যত্নশীল। অভিনেতার মতে, সেটাই স্বাভাবিক। একজন বাদে বিমানের বাকি যাত্রী এবং স্থানীয়দেরও মৃত্যু হয়েছে অহমদাবাদের দুর্ঘটনায়। সেই আতঙ্ক তো থাকবেই!

Advertisement
আরও পড়ুন