Biswajit Chatterjee Durga Puja 2025

অর্পিতার জন্মদিনে বড় খবর, নতুন অধ্যায় শুরু করছেন তৃষাণজিৎ! তাঁর নামে বিশেষ যজ্ঞ হচ্ছে?

সূত্রের খবর, শ্বশুরমশাই বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের বাড়িতে মঞ্চের ‘গওহর জান’-এর জন্মদিন উদ্‌যাপিত হবে। একই সঙ্গে প্রসেনজিৎ-পুত্রের নামে হবে যজ্ঞ।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ০১ অক্টোবর ২০২৫ ১০:৫৮
অর্পিতা চট্টোপাধ্যায় ছেলে তৃষাণজিৎ, শ্বশুরমশাই বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে।

অর্পিতা চট্টোপাধ্যায় ছেলে তৃষাণজিৎ, শ্বশুরমশাই বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের সঙ্গে। ছবি: সংগৃহীত।

কানাঘুষো শোনা যাচ্ছিল অনেক দিন ধরেই। তৃষাণজিৎ চট্টোপাধ্যায় নাকি অভিনয়ে আসছেন। তাঁকে বড়পর্দায় নায়ক হিসাবে আনছে প্রযোজনা সংস্থা এসভিএফ। পুজোর আগে ‘দেবী চৌধুরাণী’ ছবির প্রচারের সময় ছেলের অভিনয়ে আসার কথা অস্বীকার করেননি প্রসেনজিৎ চট্টোপাধ্যায়। যদিও তিনি প্রযোজনা সংস্থার নাম উল্লেখ করেননি।

Advertisement
বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পুজোয় বৌমা অর্পিতা, বন্ধু রাকেশ রোশন।

বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পুজোয় বৌমা অর্পিতা, বন্ধু রাকেশ রোশন। ছবি: সংগৃহীত।

নবমীর সকালে সেই গুঞ্জনে সিলমোহর পড়ল। ঘনিষ্ঠ সূত্রে খবর, সব ঠিক থাকলে এ বছরেই হয়তো শুটিং শুরু হতে পারে। সেই উপলক্ষে ঠাকুরদা বিশ্বজিৎ চট্টোপাধ্যায়ের পুজোয় বিশেষ যজ্ঞের আয়োজন করা হয়েছে। সেখানে উপস্থিত থাকছেন তৃষাণজিৎ স্বয়ং।প্রসঙ্গত, বিশ্বজিতের মেয়ে সম্ভাবী চট্টোপাধ্যায়ও পা রাখছেন হিন্দি ছবিতে। বর্ষীয়ান পরিচালক-অভিনেতা বাবার আগামী ছবি ‘অগ্নিযুগ: দ্য ফায়ার’-এ গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করবেন।

৩০ সেপ্টেম্বর, অষ্টমীতে ছিল প্রসেনজিতের জন্মদিন। এ দিন কলকাতায় দফায় দফায় উদ্‌যাপন হয়েছে সেই বিশেষ দিনের। এ দিনও বিশ্বজিৎ ছেলের নামে যজ্ঞের আয়োজন করেছিলেন। প্রতি বছরের মতো শ্বশুরমশাইয়ের মুম্বইয়ের পুজোয় পৌঁছে যান অর্পিতা। এ দিন সেখানে উপস্থিত ছিলেন সপরিবার রাকেশ রোশন। পুজোর কাজে অংশ নেওয়ার পাশাপাশি ভোগ পরিবেশন করেন। বুধবার, ১ অক্টোবর অর্পিতার জন্মদিন। এ বছর মঞ্চের ‘গওহর জান’-এর জন্মদিন পালিত হবে শ্বশুরবাড়িতে। খবর, সারাদিন পুজোমণ্ডপে ব্যস্ত থাকবে চট্টোপাধ্যায় পরিবার। রাতে বৌমা অর্পিতাকে নামী রেস্তরাঁয় খাওয়াবেন বিশ্বজিৎ।

মুম্বইয়ে এক ফ্রেমে চট্টোপাধ্যায় পরিবার।

মুম্বইয়ে এক ফ্রেমে চট্টোপাধ্যায় পরিবার। ছবি: সংগৃহীত।

ছেলের জন্মদিনের দিন আনন্দবাজার ডট কম-এর হয়ে কলম ধরেছিলেন বর্ষীয়ান অভিনেতা। তিনি বলেন, “আমার পুজোয় বুম্বার অনেক অবদান। অর্থনৈতিক দিক থেকে বিজ্ঞাপন এনে দেওয়া— সবটাই আমার ছেলে নীরবে করে। আবার বৌমা-নাতিকে পাঠিয়ে দেয়। বুম্বা আসতে পারে না। ওকে খুব মিস্‌ করি।” মঙ্গলবার একই কথা বলেছেন প্রসেনজিৎও। তাঁর কথায়, “মুম্বইয়ে ঘটা করে বাবার পুজো হয়। ভাল লাগে। অর্পিতা-মিশুক— দু’জনকেই পাঠিয়ে দিয়েছি। ওরা আমার প্রতিনিধি।”

Advertisement
আরও পড়ুন