Twinkle Khanna-Kajol

বিবাহিত অবস্থায় অন্যের সঙ্গে শারীরিক সম্পর্কের পক্ষে কাজল ও টুইঙ্কল! জাহ্নবীকে দিলেন কোন উপদেশ?

এক রাতের সম্পর্ককে তেমন খারাপ নজরে দেখতে নারাজ কাজল ও টুইঙ্কল খন্না। তাঁদের মতে, শারীরিক ভাবে ঠকানো নয় বরং মানসিক প্রতরণা বেশি কষ্টের।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৪ অক্টোবর ২০২৫ ১৩:৫৮
(বাঁ দিক থেকে) কাজল, জাহ্নবী কপূর, টুইঙ্কল খন্না।

(বাঁ দিক থেকে) কাজল, জাহ্নবী কপূর, টুইঙ্কল খন্না। ছবি: সংগৃহীত।

বিবাহিত অবস্থায় অন্য সম্পর্কে জড়িয়ে পড়া বা ‘পরকীয়া’র ঘটনা বলিউডে নতুন নয়। বহু তারকা প্রথম স্ত্রী থাকাকালীনই বিয়ে করেছেন অন্য কাউকে। এমন নজির নায়িকাদের ক্ষেত্রেও আছে। যদিও এক রাতের সম্পর্ককে তেমন খারাপ নজরে দেখতে নারাজ কাজল ও টুইঙ্কল খন্না। তাঁদের মতে, শারীরিক ভাবে ঠকানোর চেয়ে মানসিক প্রতারণা বেশি কষ্টের। যদিও জাহ্নবী কপূরের ধারণা অন্য।

Advertisement

সম্প্রতি কাজল ও টুইঙ্কলের অনুষ্ঠানে অতিথি হয়ে আসেন জাহ্নবী কপূর ও কর্ণ জোহর। সম্পর্কে প্রতারণার প্রসঙ্গ উঠলে, শারীরিক প্রতারণা নিয়ে ছুঁৎমার্গ নেই বলে জানান কাজল ও টুইঙ্কল। একই মত কর্ণের। কাজল বলেন, ‘‘রাত শেষ কথা শেষ। এত ভাবার তো কিছু নেই!’’ তিন জনেই সমস্বরে বলে ওঠেন, আসলে কষ্ট বেশি হয় মানসিক প্রতারণায়। যদিও এর সঙ্গে একমত হতে পারেননি জাহ্নবী। তিনি অবশ্য বার বার বলতে থাকেন, ‘‘দুটোই খারাপ জিনিস। এখানে বেশি-কম বিচার করা যায় না।’’ তাতে টুইঙ্কলের পরামর্শ, জাহ্নবীর বয়স ৫০ হলে তিনিও তাঁদের সঙ্গে একমত হবেন। যদিও জাহ্নবীর নিজের বক্তব্যে অনড় থাকার মনোভাব, মন কেড়ে নিয়েছে দর্শকের। সকলেই জাহ্নবীর প্রশংসায় পঞ্চমুখ। একই ভাবে কাজল ও টুইঙ্কলের সমালোচনায় সরব নেটপাড়া।

Advertisement
আরও পড়ুন