Vicky Kaushal

Vicky Kaushal: নিজের বিয়েতেও ইচ্ছে মতো পেটপুজোর উপায় নেই ভিকির! কেন জানেন?

বিয়ের পর ক্যাটরিনার সঙ্গে মধুচন্দ্রিমায় নিভৃতে সময় কাটানোর সুযোগ পাবেন না ভিকি। শুভ কাজ সেরেই তাঁকে ফিরতে হবে শ্যুটিং ফ্লোরে।

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ০৯ ডিসেম্বর ২০২১ ১৪:৫৮
বিয়েতেও ডায়েট মানতে হবে ভিকিকে।

বিয়েতেও ডায়েট মানতে হবে ভিকিকে।

পাঁচ তলা কেক, দশ রকমের মিষ্টি, কচুরি, ফুচকা, চাট। শুনেই জিভে জল এল তো! ভিকি কৌশল-ক্যাটরিনা কইফের বিয়ের ভুরিভোজে থাকছে এই সমস্ত কিছুই। কিন্তু জানেন কি, নিজের বিয়েতেও ডায়েটের কড়াকড়ি মেনে চলতে হচ্ছে হবু বরকে? পাছে ওজন না বাড়ে!

নিজের বিয়েতেও কেন এত নিয়মের বেড়াজালে ভিকি?

‘ভিক্যাট’-এর ঘনিষ্ঠ বৃত্তের এক ব্যক্তি সংবাদমাধ্যমকে বলেছেন, “আগামী ছবিগুলির জন্য নিজের চেহারা ধরে রাখতে হবে ভিকিকে। তার জন্য ও নিয়মিত শরীরচর্চা করছে। কড়া ডায়েট মেনে চলছে। ‘তখত’ ছবির জন্য ওকে পেশিবহুল শরীর তৈরি করতে হবে। আবার ‘অশ্বত্থামা’র জন্য ওজন খানিক কমিয়ে ফেলতে হবে। এক একটি ছবিতে এক এক ধরনের চেহারা। কিন্তু সব মিলিয়ে ওকে ঝরঝরে শরীর বজায় রাখতে হবে।” অগত্যা ইচ্ছে থাকলেও রসনাতৃপ্তির উপায় নেই ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর নায়কের।

Advertisement

বিয়ের পর ক্যাটরিনার সঙ্গে মধুচন্দ্রিমার সময়টুকুও পাবেন না ভিকি। শুভ অনুষ্ঠান সেরেই তাঁকে ফিরতে হবে শ্যুটিং ফ্লোরে। সারা আলি খানের বিপরীতে একটি ছবির কাজ শুরু করবেন তিনি। বসে থাকবেন না ক্যাটরিনাও । দক্ষিণী অভিনেতা বিজয় সেতুপতির সঙ্গে ছবির শ্যুট শুরু করবেন তিনিও।

Advertisement
আরও পড়ুন