Pahalgam terror Attack

পহেলগাঁও কাণ্ডের নিন্দা করতে গিয়ে ‘বেফাঁস’ মন্তব্য! আদিবাসী সম্প্রদায় রেগে আগুন বিজয়ের উপর

পাকিস্তানের সঙ্গে আদিবাসীদের তুলনা নিয়েই বিতর্ক শুরু হয়। আদিবাসী সম্প্রদায়ের মানুষের দাবি, অবিলম্বে ক্ষমা চাইতে হবে বিজয়কে।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০২ মে ২০২৫ ১৫:০৪
Vijay Deverakonda criticized for comparing Pakistan with tribal community

আদিবাসীদের অপমানের অভিযোগ বিজয়ের বিরুদ্ধে। ছবি: সংগৃহীত।

পহেলগাঁও কাণ্ড নিয়ে মন্তব্য করতে গিয়ে বিতর্কে জড়ালেন বিজয় দেবরকোন্ডা। জঙ্গিদের বিরোধিতা করতে গিয়ে আদিবাসী সম্প্রদায়ের মানুষদের নিয়ে মন্তব্য করেন তিনি। এখান থেকেই বিতর্কের সূত্রপাত। ‘ট্রাইবাল লইয়ার্স অ্যাসোসিয়েশন বাপুনগর’-এর সভাপতি কৃষ্ণরাজ চৌহান অভিযোগ জানিয়েছেন বিজয়ের বিরুদ্ধে। তাঁর দাবি, আদিবাসী সম্প্রদায়কে অশ্রদ্ধা করেছেন দক্ষিণী তারকা।

Advertisement

হায়দরাবাদে নিজের ছবির প্রচারে একটি অনুষ্ঠানে গিয়ে বিজয় বলেছেন, “কাশ্মীরের মানুষকে শিক্ষার আলোয় নিয়ে আসাই এই সমস্যার সবচেয়ে বড় সমাধান। নিশ্চিত করতে হবে, ওদের যাতে মগজধোলাই করা না যায়। ওরা (কাশ্মীরি) আর কী পাবে? কাশ্মীর ভারতের। কাশ্মীরিরাও আমাদেরই লোক।”

এর পরেই পাকিস্তানকে তুলোধনা করতে গিয়ে বিপাকে পড়েন দক্ষিণী তারকা। বিজয় বলেন, “পাকিস্তানকে আক্রমণ করার কোনও প্রয়োজনই মনে করে না ভারত। তার কারণ, পাকিস্তানের মানুষই নিজেদের সরকারকে নিয়ে বীতশ্রদ্ধ। পাকিস্তান তো ৫০০ বছর আগের আদিবাসীদের মতো আচরণ করে। কোনও উপস্থিত বুদ্ধি ছাড়াই ওরা যুদ্ধ করতে নামে।”

পাকিস্তানের সঙ্গে আদিবাসীদের তুলনা নিয়েই বিতর্ক শুরু হয়। আদিবাসী সম্প্রদায়ের মানুষের দাবি, অবিলম্বে ক্ষমা চাইতে হবে বিজয়কে।

এর আগেও পহেলগাঁও কাণ্ডের বিরুদ্ধে কথা বলেছেন ‘অর্জুন রেড্ডি’ খ্যাত তারকা। তাঁর মন্তব্য, “পাকিস্তানের প্রয়োজনীয় জল, বিদ্যুতের অভাব রয়েছে। ভারতের কোনও প্রয়োজনই নেই ওই দেশকে আক্রমণ করার। ওখানকার নাগরিকেরাই নিজেদের সরকারের উপর বিরক্ত।”

বিজয়ের আরও একটি মন্তব্য ঘিরে দীর্ঘ আলোচনা হয়। বিজয় বলেছিলেন, “আমি ব্রিটিশদের সঙ্গে দেখা করে ওদের গালে কষিয়ে দুটো চড় মারতে চাই। সম্প্রতি আমি ‘ছাওয়া’ দেখেছি। ছবিটি দেখে আমার খুব রাগ হয়। তাই আমি একটা সুযোগ চাই অতীতে ফেরার। আমি ঔরঙ্গজ়েবের গালে সপাটে তিনটে চড় মারতে চাই। শুধু চড় মারার জন্যই এ রকম আরও অনেকের সঙ্গেই আমি দেখা করতে চাই।”

Advertisement
আরও পড়ুন