Shanaya Kapoor

প্রথম ছবিতেই একাধিক চুম্বন! শানায়ার সঙ্গে ঘনিষ্ঠ দৃশ্যে অসুবিধা হয়নি বিক্রান্তের?

ছবিতে এক অন্ধ সঙ্গীতশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত। বিপরীতে এক নাট্যশিল্পীর চরিত্রে শানায়া। তবে তিনিও চোখে বেঁধে রাখেন পট্টি। দৃষ্টি ছাড়াই দু’জনের প্রেমের আখ্যান তৈরি হয়।

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ০৯ জুলাই ২০২৫ ১৬:৫৬
শানায়ার প্রথম ছবিতেই বিক্রান্তের সঙ্গে ঘনিষ্ঠতা।

শানায়ার প্রথম ছবিতেই বিক্রান্তের সঙ্গে ঘনিষ্ঠতা। গ্রাফিক: আনন্দবাজার ডট কম।

প্রথম ছবিতেই ঘনিষ্ঠ দৃশ্যে ধরা দেবেন শানায়া কপূর। ‘আঁখো কি গুস্তাখিয়াঁ’ ছবিতে বিক্রান্ত ম্যাসের সঙ্গে জুটি বেঁধেছেন সঞ্জয় কপূর-কন্যা। ছবির ঝলক সাড়া ফেলেছে। ঝলকেই একাধিক বার বিক্রান্তের ঠোঁটে ঠোঁট রাখতে দেখা গিয়েছে তাঁকে। প্রথম ছবিতে এমন ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করতে বেগ পেতে হয়নি শানায়াকে? ১৩ বছরের ছোট অভিনেত্রীর সঙ্গে ঘনিষ্ঠ রসায়ন নিয়ে অবশেষে মুখ খুলেছেন বিক্রান্ত।

Advertisement

ছবিতে এক অন্ধ সঙ্গীতশিল্পীর চরিত্রে অভিনয় করেছেন বিক্রান্ত। বিপরীতে এক নাট্যশিল্পীর চরিত্রে শানায়া। তবে তিনিও চোখে বেঁধে রাখেন পট্টি। দৃষ্টি ছাড়াই দু’জনের প্রেমের আখ্যান তৈরি হয়। প্রথম ঝলকেই বিক্রান্ত ও শানায়ার রসায়ন পছন্দ হয়েছে দর্শকের।

বিক্রান্ত জানিয়েছেন, ঘনিষ্ঠ দৃশ্যে অভিনয় করার আগে তিনি ও শানায়া পরস্পরকে স্বচ্ছন্দ বোধ করানোর চেষ্টা করেন। তিনি বলেন, “আমরা এই বিষয়টা নিয়ে কথা বলে নিয়েছি। একটা সময়ের পরে বিশ্বাস তৈরি হয়ে যায় বলেই মনে হয়। একটা বিষয় বুঝেছি, আমরা দু’জনেই খুব এক রকম।”

ছবির চরিত্রগুলির জন্য ওয়ার্কশপ করেছিলেন তাঁরা। তবে ব্যক্তিগত ভাবে পরস্পরের সঙ্গে পরিচয় পর্ব সারার পরে পরস্পরকে আরও ভাল ভাবে বুঝতে পারেন তাঁরা, জানান বিক্রান্ত। তিনি আরও বলেন, “আমরা মানুষ হিসাবে খুবই এক রকমের। আমাদের দু’জনের মধ্যে বহু মিল রয়েছে, এটা জানতে পারার পরেই আমাদের মধ্যে বিশ্বাস তৈরি হয়, যা আমাদের অভিনয়ে দেখা যাবে। দু’জনেরই দৃষ্টি নেই। তাই নিজেদের মধ্যে বিশ্বাস তৈরি হওয়া জরুরি।”

Advertisement
আরও পড়ুন