সমান্থাকে হেনস্থার ঘটনায় বিশ্ব হিন্দু পরিষদের সভাপতির কী প্রতিক্রিয়া? ছবি: সংগৃহীত।
হায়দরাবাদের অনুষ্ঠানে গিয়ে হেনস্থার শিকার হয়েছেন সমান্থা রুথ প্রভু। কাতারে কাতারে মানুষ ঘিরে ধরেছিলেন তাঁকে। কোনওমতে ভিড় ঠেলে গাড়িতে গিয়ে ওঠেন তিনি। এই ঘটনার নিন্দায় এ বার বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের মহিলা সভাপতি যমুনা পাঠক। তাঁর দাবি, ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ার বিষয়টি মহিলাদের সম্মান লঙ্ঘন ছাড়া আর কিছু হতে পারে না।
হায়দরাবাদের একটি অনুষ্ঠানে গিয়েছিলেন সমান্থা। সেই অনুষ্ঠান থেকে বেরিয়ে গাড়ি পর্যন্ত যাওয়ার পথেই তাঁকে ঘিরে ধরেন ভক্তেরা। ঘটনার বেশ কিছু ভিডিয়ো সমাজমাধ্যমে ছড়িয়ে পড়েছে। রুপোলি ও কালো রঙের মিশেলে শাড়ি-ব্লাউজ়, খোলা চুল, গয়না। এই বেশেই দেখা যায় সমান্থাকে। তাঁকে দেখে এগিয়ে আসে বহু মানুষ। ভিডিয়োয় দেখা যায়, মানুষের ভিড় এড়িয়ে বেরিয়ে আসতে বেশ বেগ পেতে হচ্ছে সমান্থাকে। কেউ কেউ তাঁকে স্পর্শ করারও চেষ্টা করছেন। অভিনেত্রীর দেহরক্ষীরা কোনওমতে পরিস্থিতি সামলে গাড়িতে তুলে দেন তাঁকে। তারকার প্রতি ভাললাগা বা মুগ্ধতার কথা বলে এই ঘটনাকে কোনও ভাবেই লঘু ভাবে দেখা যায় না, দাবি করেছেন যমুনা পাঠক।
যমুনা পাঠক বলেছেন “সমান্থার সঙ্গে যা ঘটেছে, তাকে কখনওই ভক্তদের উত্তেজনা হিসাবে দেখা যায় না। মহিলাদের সম্মানহানি ছাড়া এটা আর কিছু না। তারকা মহিলাদের সঙ্গে যেন ‘পাবলিক প্রপার্টির’ মতো আচরণ করা হচ্ছে, যা খুবই নিন্দনীয়।”
কিছু দিন আগে প্রায় একই ঘটনার মুখোমুখি হয়েছিলেন তেলুগু অভিনেত্রী নিধি আগরওয়াল। সেখানে তাঁর পোশাক ধরেও টানাটানি করা হয়। বার বার জনসমক্ষে মহিলা তারকাদের সঙ্গে এমন আচরণ নিয়ে আপত্তি জানিয়েছেন বিশ্ব হিন্দু রক্ষা পরিষদের মহিলা সভাপতি। তাঁর মতে, তারকাদের প্রতি মুগ্ধতা থাকতে পারে। কিন্তু তা বলে তাঁদের ব্যক্তিগত পরিসরে ঢুকে পড়ে হেনস্থা করা কোনও ভাবেই মেনে নেওয়া যায় না।