Jeetu-Ditipriya Controversy

বিতর্ক এড়িয়ে সময়মতো শুটিংয়ে এলেন জীতু, ‘চিরদিনই তুমি যে আমার’-এর সেটে কী পরিস্থিতি এখন?

অভিনেতা জীতু কমল এবং দিতিপ্রিয়া রায়কে নিয়ে আলোচনার শেষ নেই। শোনা যাচ্ছে, ফের কোনও সমস্যার তৈরি হয়েছে ধারাবাহিকের সেটে। যদিও কোনও প্রতিক্রিয়া জানাননি তাঁরা।

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ১৫ নভেম্বর ২০২৫ ১৭:০১
একসঙ্গে কি শট দিয়েছেন জীতু কমল এবং দিতিপ্রিয়া রায়?

একসঙ্গে কি শট দিয়েছেন জীতু কমল এবং দিতিপ্রিয়া রায়? ছবি: সংগৃহীত।

শুক্রবার থেকে আবার আলোচনার কেন্দ্রবিন্দুতে অভিনেত্রী দিতিপ্রিয়া রায় এবং জীতু কমল। সেই বিতর্কে সমাজমাধ্যমে নিজের মতামত জানিয়েছেন ‘চিরদিনই তুমি .যে আমার’ ধারাবাহিকের নায়ক। শোনা গিয়েছিল, নায়িকার দেরিতে সেটে আসা নিয়ে সমস্যার সূত্রপাত। যদিও এ প্রসঙ্গে কোনও মন্তব্য করেননি নায়িকা। এই পরিস্থিতিতে কী ভাবে চলছে শুটিং?

Advertisement

ঘনিষ্ঠ সূত্রের খবর, প্রতি দিনের মতো শনিবারও সময়মতো শুরু হয়েছে ধারাবাহিকের শুটিং। জীতু এবং দিতিপ্রিয়া কি শুটিংয়ে এসেছেন? সূত্র বলছে, নায়ক-নায়িকা দু’জনেই শুটিং করতে এসেছেন। কিন্তু সেটের পরিবেশ নাকি খুবই থমথমে। এখনও পর্যন্ত অভিনেতা-অভিনেত্রী একসঙ্গে ক্যামেরার সামনে কোনও শট দেননি। পরের দেবেন কি না তা অবশ্য জানা নেই। শোনা যাচ্ছে, এমন অনভিপ্রেত ঘটনায় নায়ক নাকি ভাল নেই। তবে সূত্র বলছে, শুটিংয়ে এই বিতর্কের কোনও প্রভাব পড়ুক, চান না নায়ক।

এই ঘটনা প্রকাশ্যে আসার পরে আলোচনা শুরু হয়েছিল, এই বুঝি বন্ধ হয়ে যাবে ধারাবাহিক। এমনকি, শোনা গিয়েছিল, নায়ককে ধারাবাহিক ছাড়ার কথাও বলা হয়েছে। জীতু যদিও এই বিষয়ে কোনও প্রতিক্রিয়া জানাননি। প্রসঙ্গত, শুক্রবার অভিনেতা অভ্রজিৎ জানিয়েছিলেন, শুটিংয়ে কোনও ঝামেলার আঁচ পাননি তিনি। এই ধারাবাহিক সম্প্রচার হবে, না কি বন্ধ হয়ে যাবে সবটাই নির্ভর করছে দর্শকের উপর।

Advertisement
আরও পড়ুন