TRP Rating

এ বার পরশুরাম বনাম প্রফেসর বিদ্যা! টিআরপি প্রতিযোগিতা তুঙ্গে, শীর্ষে রইল কোন ধারাবাহিক?

চলতি সপ্তাহে সঠিক সময়ে উপস্থিত টিআরপি তালিকা। এই সপ্তাহে আবার সবটাই উল্টেপাল্টে গিয়েছে। প্রথম পাঁচে আছে কোন কোন ধারাবাহিক?

Advertisement
আনন্দবাজার ডট কম সংবাদদাতা
শেষ আপডেট: ২২ জানুয়ারি ২০২৬ ১৪:০৯
পরশুরাম এবং প্রফেসর বিদ্যার হাড্ডাহাড্ডি লড়াই!

পরশুরাম এবং প্রফেসর বিদ্যার হাড্ডাহাড্ডি লড়াই! ছবি: সংগৃহীত।

হাড্ডাহাড্ডি লড়াই চলছে। কোনও সপ্তাহে শীর্ষে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’, আবার কোনও সপ্তাহে এগিয়ে ‘পরশুরাম আজকের নায়ক’-এর কাহিনি। চলতি সপ্তাহে সঠিক সময়ে উপস্থিত টিআরপি তালিকা। এই সপ্তাহে আবার সবটাই উল্টেপাল্টে গিয়েছে। যেমন এ বারে আবার সব কাহিনিকে টেক্কা দিয়েছে পরশুরাম ও তটিনীর কাহিনি।

Advertisement

আগের সপ্তাহে সর্বোচ্চ নম্বর পেয়ে সেরার শিরোপা পেলেও, মাত্র কয়েক দিনের ব্যবধানে পাশা যেন উল্টে গেল। একটা সময়ে টানা প্রথম স্থানে ছিল পরশুরামের কাহিনি। মাঝে এদিক- ওদিক হলেও এ বারে আবার প্রথম হয়েছে তারা। ‘পরশুরাম আজকের নায়ক’ ধারাবাহিকের প্রাপ্ত নম্বর ৭.৩। ৭.১ পেয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ‘প্রফেসর বিদ্যা ব্যানার্জি’। এই প্রতিযোগিতায় ‘পরিণীতা’ যেন ক্রমশই পিছিয়ে পড়ছে। যদিও প্রথম পাঁচ থেকে কখনও ছিটকে যায়নি। কিন্তু আগের তুলনায় নম্বর অনেকটাই কমেছে। ৬.৯ পেয়ে এ সপ্তাহে তারা রয়েছে তৃতীয় স্থানে।

চতুর্থ স্থানে নেমে গিয়েছে ‘রাঙামতি তীরন্দাজ’। সম্প্রতি ধারাবাহিকের একটি দৃশ্য নিয়ে খুবই সমালোচনা হয়েছে। শত সমালোচনার পরেও প্রথম পাঁচে নিজেদের জায়গা ধরে রেখেছে রাঙামতির গল্প। তারা পেয়েছে ৬.৬। এই সপ্তাহে তারা রয়েছে চতুর্থ স্থানে। আর পঞ্চমে রয়েছে দুই ধারাবাহিক। ৬.৫ পেয়ে পঞ্চম স্থানে রয়েছে ‘ও মোর দরদিয়া’ এবং ‘তারে ধরি ধরি মনে করি’ দুই ধারাবাহিকই।

Advertisement
আরও পড়ুন