Alia Bhatt Ranbir Kapoor

একের পর এক সাজে কান তোলপাড় করছেন আলিয়া, এ দিকে রণবীরকে দেখা গেল কোথায়?

আলিয়া যখন ব্যস্ত তাঁর পেশাদার জীবন নিয়ে, তখন তাঁর স্বামী রণবীর কপূর ক্যামেরাবন্দি হলেন কোথায়?

Advertisement
আনন্দবাজার ডট কম ডেস্ক
শেষ আপডেট: ২৫ মে ২০২৫ ১৮:৫০
আলিয়া কানে রণবীর ক্যামেরাবন্দি হলেন কোথায়?

আলিয়া কানে রণবীর ক্যামেরাবন্দি হলেন কোথায়? ছবি: সংগৃহীত।

এই প্রথম বার আন্তর্জাতিক প্রসাধনী সংস্থার হয়ে কান চলচ্চিত্র উৎসবে গেলেন আলিয়া ভট্ট। তিন দিন ছিলেন সেখানে। কখনও লক্ষ গোলপের পাপড়ি মেলেছে তাঁর গাউনে। কখনও আবার কালো গাউনে যেন নক্ষত্রপুঞ্জ ফুটেছে। কখনও আবার দেখা গিয়েছে বহুমূল্য পাথর বসানো শাড়িতে শোভিত হতে। কান-এ আলিয়ার প্রতিটি সাজই প্রশংসিত হয়েছে নেটমহলে। যখন অভিনেত্রী ব্যস্ত তাঁর পেশাদার জীবন নিয়ে, সেই সময় তাঁর স্বামী রণবীর ব্যস্ত বাবার দায়িত্ব সামলাতে।

Advertisement

রবিবার দুপুর নাগাদ মেয়ে রাহার সঙ্গে দেখা গেল রণবীরকে। মেয়েকে নিয়ে মুম্বইয়ের মাউন্ট মেরি গির্জায় যান অভিনেতা। রণবীরের পরনে ছিল টুপি, হালকা গেঞ্জি ও প্যান্ট। মেয়ে রাহাকে কোলে নিয়ে ঢোকেন গির্জায়। যদিও আলোকচিত্রীদের অনুরোধ করেন মেয়ের ছবি যাতে না তোলা হয়। এমনিতেই রাহা নাকি বাবার ভক্ত। যেহেতু বাবা-মা দু’জনেই অভিনেতা। দু’জনেরই কর্মব্যস্ততা রয়েছে। কিন্তু তার জন্মের আগেই দু’জনে সিদ্ধান্ত নিয়েছিলেন, সন্তানকে তাঁরা পরিচারিকা নয়, নিজেদের তত্ত্বাবধানেই বড় করবেন। দু’জনের মধ্যে কেউ না কেউ সর্বক্ষণ থাকবে মেয়ের সঙ্গে। এমনিতেই লাজুক স্বভাবের রণবীর বাড়িতে থাকতেই নাকি বেশি পছন্দ করেন। সেই জন্য বেশিরভাগ সময় কন্যা রাহার সঙ্গে তাঁকেই দেখা যায়।

Advertisement
আরও পড়ুন