aamir khan

Laal Singh Chaddha: বিতর্কিত অধ্যায় উঠে আসবে আমিরের ‘লাল সিং চড্ডা’য়? জল্পনা বলিউডি চর্চায়

আমিরের নতুন ছবি ‘লাল সিং চড্ডা’র অপেক্ষায় অনুরাগীরা। শোনা যাচ্ছে, ছবিতে উঠে আসতে পারে এ দেশের এক বিতর্কিত ঘটনা। সত্যিই কি তাই?

Advertisement
নিজস্ব প্রতিবেদন
শেষ আপডেট: ১৯ মে ২০২২ ১১:৪৯
‘লাল সিং চড্ডা’ ছবির পোস্টার।

‘লাল সিং চড্ডা’ ছবির পোস্টার।

বেশ কিছু দিন ধরেই শোরগোল আমির খানের নতুন ছবি ‘লাল সিং চড্ডা’ নিয়ে। কখনও বিষয়বস্তু, কখনও গান, কখনও বা তারকা বাছাই— সবই বার বার উঠে আসছে চর্চার কেন্দ্রে। সম্প্রতি যেমন নতুন এক জল্পনা ফের হইচই ফেলেছে বলি পাড়ায়।

টম হ্যাঙ্কসের সাড়া জাগানো ছবি 'দ্য ফরেস্ট গাম্প' অবলম্বনে তৈরি হচ্ছে 'লাল সিং চড্ডা'। হলিউডি ছবিটিতে সামাজিক ও রাজনৈতিক ইতিহাসের পথ ধরে এগিয়েছিল নায়কের জীবন-কাহিনি। শোনা যাচ্ছে, আমিরের ছবিতেও একই ভাবে তৎকালীন ভারতের সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি উঠে আসতে চলেছে। সেই সূত্রেই নব্বইয়ের দশকে এ দেশের সমাজ-রাজনীতির এক বিতর্কিত অধ্যায় এ ছবিতে বড়সড় জায়গা করে নেবে বলে ইঙ্গিত বলিপাড়া সূত্রে।

Advertisement

সত্যিই কি এমন কিছু থাকছে ছবিতে? আমির-সহ ‘লাল সিং চড্ডা’র দলের মুখে কুলুপ। ‘কে জি এফ ২’-র সঙ্গে মুক্তির তারিখ এক হয়ে যাওয়া এড়াতে চেয়ে দেরিতে পর্দায় আসছে বহু প্রতীক্ষিত ছবিটি। মুক্তি পাবে আগামী ১১ অগস্ট।

Advertisement
আরও পড়ুন